শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ চৈত্র ১৪২৯
                
                
☗ হোম ➤ দক্ষিণ-পশ্চিমাঞ্চল
এমপিভুক্ত হয়েছে পাঁচ মাস আগে
বেতন নিচ্ছে না তিন মাদ্রাসা !
এম. আইউব :
প্রকাশ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৪৬ এএম আপডেট: ০২.০২.২০২৩ ১২:৫৯ এএম |
এমপিওভুক্ত হয়েছে পাঁচ মাস আগে। তারপরও বেতন নিচ্ছেন না যশোরের তিনটি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা। অথচ এমপিওভুক্তির জন্য এমন ছিল না যা করেননি এই তিনটি মাদ্রাসার শিক্ষকরা। বিশেষ করে সুপারদের খাওয়া-ঘুম হারাম হয়ে গিয়েছিল। এমপিওভুক্তির কথা বলে তিন মাদ্রাসার সুপাররা অন্যান্য শিক্ষকদের কাছ থেকে লাখ লাখ টাকা আদায় করেন। কিন্তু যেই এমপিওভুক্ত হয়েছে সেই আর সামনে এগুচ্ছেন না সুপাররা। এ কারণে পাঁচ মাস পার হলেও বেতনের মুখ দেখেননি শিক্ষক-কর্মচারীরা।
শিক্ষা কর্মকর্তারা বলছেন, ওই তিনটি মাদ্রাসার শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত অধিকাংশ কাগজপত্রই জাল। যে কারণে তারা জমা দিতে পারছেন না।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে পাওয়া তথ্যানুযায়ী, গত বছরের সেপ্টেম্বর মাসে যশোরে যেসব শিক্ষপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয় তার মধ্যে সদর উপজেলার তিনটি মাদ্রাসা ছিল। এই মাদ্রাসা তিনটি হচ্ছে, সাড়াপোল দাখিল মাদ্রাসা, বাজে দুর্গাপুর দাখিল মাদ্রাসা ও নারাঙ্গালী দাখিল মাদ্রাসা। এই তিনটি মাদ্রাসার সুপাররা প্রায় কোটি টাকা করে খরচ দেখিয়ে এমপিওভুক্ত করেন। এরপর বেতন নিতে গিয়ে বেকায়দায় পড়ে যান তিন মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা।
শিক্ষা অফিস থেকে বারবার কাগজপত্র জমা দিতে বললেও গা করছেন না তিন সুপার। বিশেষ করে সাড়াপোল দাখিল মাদ্রসার সুপার সিরাজুল ইসলাম জাল কাগজপত্র দিয়ে পার পাওয়ার চেষ্টায় মরিয়া। তিনি কোনো কোনো কর্মকর্তাকে অর্থেরও প্রলোভন দিচ্ছেন। এই মাদ্রাসার সভাপতি আরেক জালিয়াত মাহিদিয়া মাদ্রাসার অধ্যক্ষ ফারুক হোসেন। সিরাজুল ইসলাম শিক্ষা কর্মকর্তাদের জানিয়েছেন, সভাপতি ফারুক হোসেন সকল নিয়োগে জালিয়াতি করেছেন। এখন আর সঠিক কাগজপত্র করতে পারছেন না।
সূত্র জানায়, একজন শিক্ষকের এমপিওভুক্তির জন্য ৩৩ ধরনের কাগজপত্র জমা দিতে হয়। এগুলো হচ্ছে, আবেদন, শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও নম্বরপত্র, এনটিআরসিএ’র নিবন্ধন সনদ, সর্বশেষ অর্জিত ডিগ্রির নম্বরপত্র, অভিজ্ঞতা সনদ, নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকার সকল কপি, নিয়োগপত্র ও যোগদানপত্র, নিয়োগ পরীক্ষার মূল্যায়নপত্র, নিয়োগ ও যোগদান অনুমোদনের রেজুলেশন, ডিজি/বিশ্ববিদ্যালয়ে মনোনয়নের চিঠি, প্রথম স্বীকৃতি ও অধিভুক্তি পত্রের কপি, সর্বশেষ বেতন বিলের কপি, প্রতিষ্ঠানের প্রথম ও সর্বশেষ এমপিও কপি, পূর্ব প্রতিষ্ঠানের ছাড়পত্র, প্রতিষ্ঠান এমপিওভুক্তির আদেশের কপি, শিক্ষক-কর্মচারীর তালিকা, শিক্ষার্থীর সংখ্যা সংক্রান্ত টর্টলিস্ট, বিষয় ভিত্তিক ছাত্র-ছাত্রীর তালিকা, বিগত তিন বছরের চূড়ান্ত পরীক্ষার ফলাফল, গ্রন্থাগার সংক্রান্ত তথ্য, বিজ্ঞানাগার সংক্রান্ত তথ্য, কম্পিউটার ল্যাব সংক্রান্ত তথ্য, নবম ও আলিম শ্রেণিতে বিজ্ঞান ও কম্পিউটার শাখা খোলার অনুমতিপত্র,পদত্যাগ/অবসর/মৃত্যুবরণ/চাকরিচ্যূত শিক্ষক-কর্মচারীর তালিকা সংক্রান্ত কাগজপত্র ও রেজুলেশন, সর্বশেষ গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির কপি, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক হিসাব খোলার ব্যাংক সনদের কপি ও পূর্বের শিক্ষকের ননড্রল সনদ, প্রতিষ্ঠানের অবস্থান সংক্রান্ত প্রত্যয়নপত্র, ভোটার আইডি কার্ড, ছবি, মোবাইল নম্বর ও ইমেইল ঠিকানা।
সাড়াপোল মাদ্রাসার সুপার সিরাজুল ইসলাম, বাজে দুর্গাপুর মাদ্রাসার সুপার এনামুল কবীর ও নারাঙ্গালী মাদ্রাসার সুপার শরিফুল ইসলাম বারবার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলামের কাছে ধর্না দেন বেতন ছাড় করানোর জন্য। তখন তিনি তাদেরকে সকল কাগজপত্র জমা দিতে বলেন। একইসাথে জেলা শিক্ষা অফিসারের প্রত্যয়নপত্রও জমা দিতে বলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। কিন্তু এই তিনটি মাদ্রাসার প্রায় সব নিয়োগ জাল হওয়ায় তারা পাঁচ মাসেও কোনো কাগজপত্র জমা দিতে পারেননি।
সূত্র জানিয়েছে, সাড়াপোল মাদ্রাসার সুপার সিরাজুল ইসলাম জাল কাগজপত্র দিয়ে বেতন করানোর জন্য একাধিকবার অপচেষ্টা চালিয়েছেন। কিন্তু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সতর্ক দৃষ্টি রাখায় তিনি ব্যর্থ হয়েছেন।
এ ব্যাপারে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম বলেন, সুপারদের বারবার কাগজপত্র জমা দিতে বললেও অজ্ঞাত কারণে দীর্ঘদিনেও জমা দেননি। কী কারণে জমা দেননি সেটি তারাই ভালো বলতে পারবেন।



গ্রামের কাগজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


সর্বশেষ সংবাদ
রাজশাহী পুলিশ লাইনসে বয়ে গিয়েছিল রক্তবন্যা
লালপুরে বঙ্গবন্ধু পরিষদের পরিচিতি সভা
তিস্তা বাঁধ: পরিবেশ প্রকৃতি ও জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
ঝিনাইদহে গণহত্যা দিবস পালিত
সাতক্ষীরার ৩ গ্রামের মানুষ মোবাইল নেটওয়ার্ক পান না
নড়াইলে গণহত্যা দিবসের আলোচনা সভা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাঁশ কাবাব, রাজস্থানি তান্দুরি ছিল মূল আকর্ষণ
কেন ঊনসত্তরেও ছিলেন সিঙ্গেল, জানালেন সেই সাবেক অধ্যাপক
৫১ বছর বয়সে ৫ম শ্রেণির ছাত্রী
ব্যসায়ীকে পথে বসাতে মরিয়া সেই বাশার, থানায় অভিযোগ
রামনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত
টাকা শূন্য যশোর ডাকঘর!
খুলনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা
আমাদের পথচলা | কাগজ পরিবার | প্রতিনিধিদের তথ্য | অন-লাইন প্রতিনিধিদের তথ্য | স্মৃতির এ্যালবাম
সম্পাদক ও প্রকাশক : মবিনুল ইসলাম মবিন | সহযোগী সম্পাদক : আঞ্জুমানারা
পোস্ট অফিসপাড়া, যশোর, বাংলাদেশ।
ফোনঃ ০২৪৭৭৭৬২১৮২, ০২৪৭৭৭৬২১৮০, ০২৪৭৭৭৬২১৮১, ০২৪৭৭৭৬২১৮৩ বিজ্ঞাপন : ০২৪৭৭৭৬২১৮৪, ই-মেইল : [email protected], [email protected]
কপিরাইট © গ্রামের কাগজ সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft