প্রকাশ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৪৮ এএম |

যশোরে আওয়ামী লীগের তিনটি কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি তিনটি হচ্ছে, যশোর শহর এবং মণিরামপুর উপজেলা ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগ।
শহর আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি হয়েছেন অ্যাড. আসাদুজ্জামান। সাধারণ সম্পাদক করা হয়েছে এসএম মাহমুদ হাসান বিপু। এছাড়া, নয়জনকে সহসভাপতি ও তিনজনকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
৭১ সদস্য বিশিষ্ট মণিরামপুর উপজেলা কমিটিতে সভাপতি হয়েছেন অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। সাধারণ সম্পাদক হয়েছেন প্রভাষক ফারুক হোসেন। এই কমিটিতে ২১ জনকে করা হয়েছে উপদেষ্টা।
অভয়নগর উপজেলা কমিটিও করা হয়েছে ৭১ সদস্যকে দিয়ে। এই কমিটিতে সভাপতি হয়েছেন এনামুল হক বাবুল। সরদার অলিয়ার রহমানকে করা হয়েছে সাধারণ সম্পাদক। এই কমিটিতেও উপদেষ্টা করা হয়েছে ২১ জনকে।
জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার স্বাক্ষরিত এক পত্রে এই তিনটি কমিটি অনুমোদন দেয়া হয়েছে। বুধবার তারা এই তিনটি কমিটি অনুমোদন দেন।