প্রকাশ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৫১ এএম |

যশোরবাসীর দোরগোড়ায় মানসম্মত সৌন্দর্য সেবা পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি নিয়ে ২৫ বছর আগে শুরু হয় তৃপ্তি বিউটি পার্লার। যশোরাঞ্চলের নারীর আস্থা, গ্রহণযোগ্যতা, ভালোবাসা আর মানসম্মত সেবার কারণে এ সৌন্দর্য সেবা কেন্দ্রটি অল্প সময়ের মধ্যে পৌঁছে যায় আন্তর্জাতিক মানে। পাঁচ বছর আগে তাই ইন্টারন্যাশনাল তকমাটি যুক্ত করে তৃপ্তি ইন্টারন্যাশনাল বিউটি পার্লার নামে নতুন পথচলা শুরু হয়। সেই থেকে যশোরেই মিলতে শুরু করে বিশ্বমানের সব ধরনের সৌন্দর্য সেবা।
সংক্ষিপ্ত বক্তব্য, আনন্দ আড্ডা, ডিজে পার্টির মধ্য দিয়ে বুধবার শহরের পোস্ট অফিসপাড়ায় তৃপ্তি ইন্টারন্যাশনাল বিউটি পার্লার যশোরের ২৫বছর পূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলুন উড়িয়ে, কেক কেটে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন চিত্র নায়িকা পূজা চেরি। এসময় তিনি সংক্ষিপ্ত বক্তৃতা ও ভক্ত অনুরাগীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বক্তৃতা করেন যশোর জেলা বিউটি পার্লার ওনার্স এসোসিয়েশনের সহসম্পাদক ও তৃপ্তি ইন্টারন্যাশনাল বিউটি পার্লারের সত্ত্বাধিকারী তৃপ্তি সিদ্দিকা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা বিউটি পার্লার ওনার্স এসোসিয়েশনের উপদেষ্টা তনুজা রহমান মায়া, বাঁশিরা মোর্শেদ, সভাপতি লতিফা শওকত রূপা, সাধারণ সম্পাদক রোজী হোসাইন, সাংগঠনিক সম্পাদক মরিয়ম নার্গিস, কোষাধ্যক্ষ সানজানা শিরীন, বিউটিশিয়ান বাঁশিরা সিদ্দিকা, ফাতেমা সিদ্দিকাসহ যশোরের বিভিন্ন পার্লারের বিউটিশিয়ান, নারী উদ্যোক্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন পূজা চেরির সহকারী মাসুদ কাদরী।