প্রকাশ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৪৪ পিএম |

রাজশাহীতে বরই গাছে ঢিল ছুড়তে মানা করায় বাড়িতে ঢুকে যুবককে ছুরিকাঘাত হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) দুপুর ২ টার সময় মহানগরীর ১৯ নং ওয়ার্ড ছোটবনগ্রাম এলাকায় ঘটনাটি ঘটে। মৃত যুবকের নাম বিদ্যুৎ (৪৫)। পিতার নাম মৃত শমসের আলী।
আকাশ (১৯) নাসিম ও শুভ নামে তিন যুবক তাকে ছুরিকাঘাত করেছে। সকলের বয়স ২০-২২ এর মধ্যে। নাসিমের বাড়ী নগরীর বারো রাস্তার মোড়ে।
এলাকাসূত্রে জানা যায়, এরা তিনজন দুপুরে বরই গাছে ঢিল মারছিল আর সেই ঢিল বাড়ির টিনে পড়ায় বাসা থেকে বের হয়ে বিদ্যুৎ ঢিল মারতে মানা করে। একপর্যায়ে দেওয়াল টপকে প্রথমে মারধর করে। পরে নাসিম ছুরি বের করে বিদ্যুৎকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বিদ্যুৎকে স্থানীয়রা দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।