মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ ১৪ চৈত্র ১৪২৯
                
                
☗ হোম ➤ দক্ষিণ-পশ্চিমাঞ্চল
বন্ধন থেকে বিপুল পরিমাণ অবৈধ মালামাল উদ্ধার
বন্ধন এক্সপ্রেস চলে গেছে চোরাচালানকারীদের দখলে
নিরাপদ বাহন হিসেবে ব্যবহার করছে চোরাকারবারিরা
শিমুল ভুইয়া :
প্রকাশ: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৩৪ এএম আপডেট: ০৪.০২.২০২৩ ১২:০৯ এএম |
খুলনা-কোলকাতা রুটের বন্ধন এক্সপ্রেস চলে গেছে চোরাচালানকারীদের দখলে। এই ট্রেনে যাত্রীর থেকে চোরাকারবারির সংখ্যাই বেশি। এসব চোরাকারবারির দখল থেকে স্টেশনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ২য় দফায় বিশেষ অভিযান চালিয়েছেন র‌্যাব ও কাস্টমস কর্মকর্তারা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় বেনাপোল রেলস্টেশনে এ অভিযান পরিচালনা করেন তারা। এ সময় ২০ বোতল বিদেশি মদ ও প্রায় ৬৫ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ করা হয়। শুধু তাই না, সন্ধ্যায় জব্দ করা পণ্য কাস্টমস হাউজে আনার সময় চোরাকারবারিদের বাধার মুখে পড়েন কর্মকর্তারা। পরে পুলিশ ও র‌্যাবের সহযোগিতায় তা কাস্টমস হাউজে আনা হয়।  
বৃহস্পতিবার বেনাপোল রেলস্টেশনে সরেজমিনে দেখা যায়, ট্রেন আসার ঠিক আগ মুহূর্তে রেলস্ট্রেশনে জড়ো হয় শ’ শ’ চোরাকারবারি। তাদের উদ্দেশ্য ছিল, ট্রেনে আসা অপর চোরাকারবারিদের কাছ থেকে চোরাই পণ্য নামিয়ে নেওয়া। ট্রেন স্টেশনে আসার আগেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চোরাকারবারিদের স্টেশন থেকে বের করে দেয়। সকাল ১০ টা ২০ মিনিটে ট্রেনটি থামার পর চালানো হয় সাড়াশি অভিযান। ওইসময় দেখা যায়, ট্রেনে যাত্রীর সংখ্যা খুবই কম। যারা আছেন তাদের অধিকাংশই চোরাকারবারি। এদের প্রত্যেকেই ভারত থেকে কম্বল, মদ, থ্রিপিচ, চকলেট, মোবাইল ফোন, আমদানি নিষিদ্ধ ওষুধসহ বিভিন্ন ধরনের মালামাল নিয়ে এসেছেন। একপর্যায়ে যাত্রীদের ইমিগ্রেশনের মধ্যে ঢুকিয়ে তল্লাশি শুরু করেন কাস্টমস কর্মকর্তারা। এ সময় ইমিগ্রেশনের জানালা দিয়ে অবৈধভাবে আনা পণ্য  বের করে দিতে দেখা যায়। এছাড়া, র‌্যাব সদস্যরা প্রতিটি বগিতে অভিযান চালায়। অভিযানে বিশেষ কায়দায় লুকানো ১৮ বোতল মদ উদ্ধার করা হয়। কিন্তু ওই মদের মালিককে খুঁজে পায়নি র‌্যাব।
এসব বিষয়ে কথা হয় স্থানীয়দের সাথে। তারা বলেন, এ চোরাচালানকারীদের মধ্যে পণ্যবহনকারীরা বিভিন্ন সময় ধরা পড়লেও মূল হোতারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। এদের মধ্যে অন্যতম হচ্ছেন বেনাপোলের মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী মূলত মদ, মোবাইল ফোনসহ ইলেকট্রনিক্স আইটেম আনেন চোরাই পথে। এছাড়া, শতাধিক কারবারি রয়েছে, যারা অন্যান্য পণ্য আনে। তাদের কাছ থেকে মোহাম্মদ আলী চাঁদা আদায় করেন বলে সূত্র জানিয়েছে।
অপর একটি সূত্র জানায়, প্রথম দফায় র‌্যাবের অভিযানের পর থেকেই মোহাম্মদ আলী গা ঢাকা দিয়েছেন। আত্মগোপনে থেকেই তিনি এ ধরনের চোরাচালান করে যাচ্ছেন।
সূত্র আরও জানায়, মোহাম্মদ আলীসহ মূলহোতাদের সাথে কাস্টমস, বিজিবিসহ সংশ্লিষ্ট মহলের দেনদরবার থাকায় তারা প্রকাশ্যেই এ ধরনের কর্মকান্ড করে থাকে। এজন্য মোটা অঙ্কের টাকা দিতে হয় তাদের।
এদিকে, চোরাকারবারিদের কারণে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। আর এসব কারণেই দিন দিন বন্ধন এক্সপ্রেসে যাত্রীর সংখ্যা কমে যাচ্ছে।
ভারত ফেরত খুলনার বয়রার শহিদুল ইসলাম বলেন, চিকিৎসার কারণে প্রতিমাসে তাকে কোলকাতায় যেতে হয়। সেক্ষেত্রে তার জন্য বন্ধন এক্সপ্রেসে গেলে সুবিধা হয়। প্রথমদিকে এ ট্রেনের সেবা ভালো থাকলেও বর্তমানে তা ভেস্তে গেছে। ক্ষোভ প্রকাশ করে জানান, তিনি আর এই ট্রেনে যাবেন না।     
বন্ধন এক্সপ্রেস ট্রেনে যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীরা বলেন, তাদের ব্যবসার কারণে মাঝে মাঝে ভারতে যেতে হয়। যাতায়াতের সুবিধায় তারা বন্ধন এক্সপ্রেস ট্রেনে যান। কিন্তু বর্তমানে এ বন্ধন এক্সপ্রেসটি চোরাচালানকারীদের দখলে চলে গেছে। যে কারণে তাদের অনেক ভোগান্তি পোহাতে হয়। বন্ধন এক্সপ্রেসকে চোরাচালানকারীদের হাত থেকে মুক্ত করার দাবি জানান তারা।
এ বিষয়ে বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, ট্রেন থামলেই বহিরাগতরা তাদের স্টেশন দখলে নিয়ে নেয়। রেলওয়ে পুলিশ পর্যাপ্ত না থাকায় তাদের কিছুই করার থাকে না। এছাড়া, আইন প্রয়োগকারী সংস্থার কাছে সহযোগিতা চেয়েও কোনো লাভ হয় না বলে তিনি জানান। তিনি র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।  
বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ বলেন, তারা প্রতিনিয়ত চোরাকারবারিদের রুখতে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকেন। যা অব্যাহত রাখবেন। তিনি চোরাকারবারিদের সাথে সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করেন। বৃহস্পতিবার রাত আটটায় তিনি জানান, সেই পর্যন্ত জব্দ করা মালামালের হিসাব সম্পন্ন করা সম্ভব হয়নি। তবে, আনুমানিক ৬৫ লাখ টাকার পণ্য হতে পারে বলে তিনি জানান।
এ বিষয়ে র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার লে. এম নাজিউর রহমান জানান, বন্ধন এক্সপ্রেসকে চোরাচালানকারীরা নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে। এমন খবরের   প্রেক্ষিতে দ্বিতীয় দফায় তারা এ অভিযান চালিয়েছেন। তিনি আরও বলেন, যাত্রীদের হয়রানি ও ভোগান্তি নিরসনের সাথে সাথে রাজস্ব আদায় বাড়ানোই তাদের অভিযানের মূল লক্ষ্য।



গ্রামের কাগজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


সর্বশেষ সংবাদ
পাঠান এবং বাঙালিদের প্রশংসা করলেন শোয়েব
আবাহনীর সামনে দাঁড়াতেই পারলো না লিজেন্ডস অব রুপগঞ্জ
পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলবে ৪ এপ্রিল
এবার পেলে-ম্যারাডোনার পাশে মেসি
চুয়াডাঙ্গায় এক দিনের পরীক্ষায় অংশ নিয়ে মিলবে ড্রাইভিং লাইসেন্স
বাগেরহাটে ইটের বিকল্প হয়ে উঠছে পরিবেশবান্ধব কংক্রিট ব্লক
মন্ত্রিসভার বৈঠকে উঠছে ইসির আরপিও সংশোধনের প্রস্তাব
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আদালত চত্বরে তুলকালাম, ব্যারিস্টারকে নিয়ে গেল পুলিশ
ফ্ল্যাট ভাড়া নিয়ে কিশোরীদের দিয়ে দেহ ব্যবসা করাতেন আরাভ
৩০ মার্চ পরীক্ষামূলক রেল চলবে পদ্মা সেতুতে
সংশোধন হচ্ছে মোটরসাইকেল নীতি
চাঁদা না পেয়ে সিকিউরিটি গার্ডকে ছুরিকাঘাত
দুই ঘণ্টার বৈঠকে ইসি আহসান হাবিব ও মেয়র জাহাঙ্গীর
রনির প্রথম ফিফটি, রানপাহাড়ের পথে বাংলাদেশ
আমাদের পথচলা | কাগজ পরিবার | প্রতিনিধিদের তথ্য | অন-লাইন প্রতিনিধিদের তথ্য | স্মৃতির এ্যালবাম
সম্পাদক ও প্রকাশক : মবিনুল ইসলাম মবিন | সহযোগী সম্পাদক : আঞ্জুমানারা
পোস্ট অফিসপাড়া, যশোর, বাংলাদেশ।
ফোনঃ ০২৪৭৭৭৬২১৮২, ০২৪৭৭৭৬২১৮০, ০২৪৭৭৭৬২১৮১, ০২৪৭৭৭৬২১৮৩ বিজ্ঞাপন : ০২৪৭৭৭৬২১৮৪, ই-মেইল : [email protected], [email protected]
কপিরাইট © গ্রামের কাগজ সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft