শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ চৈত্র ১৪২৯
                
                
☗ হোম ➤ অর্থনীতি
ডলার সঙ্কট : চাঙ্গা হচ্ছে দেশের অর্থনীতি
অর্থকড়ি ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৩৫ পিএম |
আন্তর্জাতিক ঋণদাতা সংস্থা আইএমএফের বহুল আলোচিত ঋণের প্রথম কিস্তির অর্থ পেয়েছে বাংলাদেশ। অনুমোদনের তিন দিনের মধ্যে ছাড় হয়েছে ৪৭ কোটি ৬২ লাখ ডলার। আইএমএফ পর্ষদে অনুমোদনের তিন দিনের মধ্যে ঋণদাতা সংস্থাটি ৪৭০ কোটি ডলার ঋণের মধ্যে প্রথম কিস্তির অর্থছাড় করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকে আইএমএফ- এর মোট ৪.৭ বিলিয়ন ডলার (৪৭০ কোটি ডলার) ঋণের মধ্যে প্রথম কিস্তির অর্থ জমা হয়েছে। আজকে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের যে অ্যাকাউন্ট রয়েছে, আইএমএফএর ঋণের প্রথম কিস্তির ৪৭ কোটি ৬২ লাখ ডলার সেখানে জমা হয়েছে।
অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের সূত্রটি জানিয়েছে, চলতি (২০২২-২৩) অর্থবছরের সাত মাসে (জুলাই-জানুয়ারি) রেকর্ড পরিমাণ ৯২০ কোটি বা ৯ দশমিক ২ বিলিয়ন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে ২০২১-২২ অর্থবছরের পুরো সময় রিজার্ভ থেকে ৭ দশমিক ৬২ বিলিয়ন বা ৭৬২ কোটি ডলার বিক্রি করেছিল কেন্দ্রীয় ব্যাংক। দীর্ঘদিন ধরে চলমান ডলার সঙ্কট নিরসনে কেন্দ্রীয় ব্যাংক নানা পদক্ষেপ নিয়েছিল। তবুও ডলার সঙ্কট না কাটায়, জরুরি আমদানির দায় মেটাতেই রিজার্ভ থেকে ডলার সহায়তা দিতে হচ্ছিল। তারপরও আটকে যাচ্ছিল কোটি কোটি টাকার পণ্য। ডলার সংকটে আমদানিকারকদের চাহিদা মেটাতে পারছিল না অনেক ব্যাংক। এসব সমস্যার সমাধান দিতে ৯২০ কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।
এ সব বিষয়ে অর্থনীতিবিদরা বলছেন, অভ্যন্তরীণ আয়ের উৎস বাড়াতে পারলেই বাংলাদেশের ডলার সঙ্কট দ্রুত নিরসন করা সম্ভব হবে। এছাড়াও রেমিটেন্সের প্রবাহ এবং দেশের রপ্তানি পণ্যের বিক্রি বাড়াতে পারলেই, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং করোনাকালীন সময়ে দেশের অভ্যন্তরীণ যে অর্থনৈতিক সঙ্কট তথা ডলার সঙ্কট সৃষ্টি হয়েছে, তা থেকে দ্রুতই উত্তরণ সম্ভব। চলতি অর্থবছরের সাত মাসে ৯২০ কোটি বিলিয়ন ডলার আয়, বাংলাদেশের অর্থনৈতিক প্রবাহকে বহুলাংশে বাড়িয়ে দেবে এতে কোনো সন্দেহ নেই। এছাড়াও আজই আইএমএফ থেকে ৪৭ কোটি ৬২ লাখ ডলার দেশের অর্থনীতির প্রবাহে যুক্ত হয়েছে। তাতে করে নিঃসন্দেহে বলা যায়, চাঙ্গা হচ্ছে দেশের অর্থনীতি।
অপরদিকে, রমজান মাস সংশ্লিষ্ট পণ্যের এলসি খুলতে পারছেন না বলে ব্যবসায়ীরা যে অভিযোগ করে আসছেন তা সঠিক নয় বলে দাবি করেছে বাংলাদেশ ব্যাংক। রমজানের পণ্য আমদানির জন্য পর্যাপ্ত এলসি খোলা হয়েছে বলেও জানিয়েছেন তারা। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন প্রতিষ্ঠানটির মুখপাত্র মো. মেজবাউল হক। কেন্দ্রীয় ব্যাংকটির মুখপাত্র মো. মেজবাউল হক আরও জানান, সংশ্লিষ্ট সবাই একসঙ্গে কাজ করলে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো ঘাটতি থাকবে না। গত বছরের জানুয়ারির তুলনায় এ বছর অনেক বেশি এলসি খোলা হয়েছে।
অর্থনীতিবিদরা বলছেন, ব্যবসায়ীরা বিভিন্ন সময়েই ডলার সঙ্কটের কারণে এলসি করতে পারছেন না, পণ্য আমদানি করতে পারছে না, ফলে ব্যবসা বন্ধ করতে হচ্ছে- এ ধরনের অভিযোগ করে আসছিলেন, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণা মোতাবেক বলা যায় যে, এলসি সমস্যাও নিরসন করতে সক্ষম হয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাংক। ফলে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের যে ধাক্কা খেয়েছিল, থমকে গিয়েছিল- তা আবার গতিশীল হতে চলেছে। দেশের অর্থনৈতিক গতিশীলতা অব্যাহত থাকলে উন্নয়ন কর্মকা-গুলোও বাধাগ্রস্থ হবে না।
অর্থনীতিবিদরা মনে করছেন, চলতি মাসের মধ্যেই দেশের অর্থনীতির চাকা গতিশীল হচ্ছে। এছাড়াও নিত্যপণ্যের ক্ষেত্রে যে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে, সেটিও এ মাসের মধ্যেই নিচে নেমে আসবে। রমজানের আগে বিপুল পরিমাণ পণ্য আমদানি করা হলে গণমানুষের যে পণ্যের চাহিদা রয়েছে, তার জোগান দেয়া সম্ভব হবে। ফলে মুদ্রাস্ফীতি ঠিক যুতটুকু ওপরে উঠেছিল, ঠিক উল্টোপথে হেঠেই- তা নিচে নেমে আসবে। তবে এখন শুধু সময়ের অপেক্ষা এবং প্রয়োজন সঠিক ব্যবস্থাপনা। দেশে ঠিক যতখানি অর্থনৈতিক সঙ্কট সৃষ্টি হয়েছিল, যথাযথ পদক্ষেপের ফলে সেই সঙ্কট নিরসনের পথে বলেই মনে করছেন অর্থনীতিবিদরা।


গ্রামের কাগজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


সর্বশেষ সংবাদ
রাজশাহী পুলিশ লাইনসে বয়ে গিয়েছিল রক্তবন্যা
লালপুরে বঙ্গবন্ধু পরিষদের পরিচিতি সভা
তিস্তা বাঁধ: পরিবেশ প্রকৃতি ও জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
ঝিনাইদহে গণহত্যা দিবস পালিত
সাতক্ষীরার ৩ গ্রামের মানুষ মোবাইল নেটওয়ার্ক পান না
নড়াইলে গণহত্যা দিবসের আলোচনা সভা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাঁশ কাবাব, রাজস্থানি তান্দুরি ছিল মূল আকর্ষণ
কেন ঊনসত্তরেও ছিলেন সিঙ্গেল, জানালেন সেই সাবেক অধ্যাপক
৫১ বছর বয়সে ৫ম শ্রেণির ছাত্রী
ব্যসায়ীকে পথে বসাতে মরিয়া সেই বাশার, থানায় অভিযোগ
রামনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত
টাকা শূন্য যশোর ডাকঘর!
খুলনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা
আমাদের পথচলা | কাগজ পরিবার | প্রতিনিধিদের তথ্য | অন-লাইন প্রতিনিধিদের তথ্য | স্মৃতির এ্যালবাম
সম্পাদক ও প্রকাশক : মবিনুল ইসলাম মবিন | সহযোগী সম্পাদক : আঞ্জুমানারা
পোস্ট অফিসপাড়া, যশোর, বাংলাদেশ।
ফোনঃ ০২৪৭৭৭৬২১৮২, ০২৪৭৭৭৬২১৮০, ০২৪৭৭৭৬২১৮১, ০২৪৭৭৭৬২১৮৩ বিজ্ঞাপন : ০২৪৭৭৭৬২১৮৪, ই-মেইল : [email protected], [email protected]
কপিরাইট © গ্রামের কাগজ সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft