মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ ১৪ চৈত্র ১৪২৯
                
                
☗ হোম ➤ আন্তর্জাতিক
কোলকাতার ডায়েরি
প্রথম মিশন ট্রেন দুর্ঘটনার স্থান
অনিরুদ্ধ ঘোষ
প্রকাশ: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:২৭ পিএম আপডেট: ০৪.০২.২০২৩ ১০:৫১ পিএম |
সমস্যা শুরুতেই হাজির। কোথায় যাবো? রোসন আর আমার বিস্তর আলোচনা, কখনো সামনাসামনি তো কখনো ফোনে। বিভিন্ন বইপত্র, গুগল ইত্যাদি দেখেও কোনো সঠিক সিদ্ধান্তে আসতে পারলাম না। অবশেষে স্থির করলাম দু’জনে মিলে যে, ২০১০ সালের ২৮ মে যে  জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা ঘটেছিল সেই বিশেষ জায়গায় যাব। অনেকে আজও বলেন যে এই দুর্ঘটনা নাকি আজও ভারতবর্ষের বুকে সব থেকে বৃহত্তম ট্রেন দুর্ঘটনা। রোসন আর আমি এর আগে ভারতবর্ষের বহু জায়গায় বেড়াতে গিয়েছিলাম-কিন্তু দু’জনেই আলাদাভাবে, কখনো বন্ধু-বান্ধব, আবার আত্মীয়-স্বজন বা পাড়া-প্রতিবেশীদের সঙ্গে। একসাথে এই প্রথম। সময়টা ২০১৯ সালের ডিসেম্বর। শীতকাল। ট্রেন দুর্ঘটনার নয় বছর পর। মাস ধরলে আরও বেশি। ইউটিউবে দু’জনেই শ্রী বিশ্বনাথের রাতের কুহেলী চ্যানেলের এই ট্রেন দুর্ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছু নৈশকালীন অভিযানের ভিডিও দেখেছিলাম। তিনি ওখানে বেশ কিছু অদ্ভুত কাণ্ডকারখানা উপলব্ধি করেছিলেন, যা আমাদের বেশ উৎসাহিত করেছিল ওই দুর্ঘটনাস্থলে যাবার।
কোনো একদিন সকালবেলা ডিসেম্বর মাসে হাওড়া স্টেশনে পূর্ব পরিকল্পনা মত আমি আর রোসন দেখা করে ঝাড়গ্রাম যাবার ট্রেন ধরলাম। দু’জনের প্রথম একসাথে অভিযান। কোন ট্রেন ধরেছিলাম আজ সঠিক মনে না পড়লেও এইটুকু মনে আছে, ট্রেন ছিল বেলার দিকের এবং ডিএমইউ ট্রেন। জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা ঘটেছিল পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার খেমাশোলি ও সরডিয়া স্টেশনের মধ্যবর্তী স্থানে।দুপুরবেলা আমরা সরডিলা রেলস্টেশনে নামলাম।। শ্রী বিশ্বনাথের ইউটিউবে ভিডিওগুলো দেখে জানতে পেরেছিলাম যে ট্রেন দুর্ঘটনার পর রেল ওই ট্রেনের স্লিপার ক্লাস কামরাগুলি এবং মালগাড়ি যার সঙ্গে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটেছিল সেইগুলিকে রেল লাইন থেকে তুলে রেল লাইনের পাশেই ফেলে রেখে দিয়েছে। সরডিলা স্টেশনে নেমে দু’জনে স্টেশনের বাইরে বেরোলাম। একেবারে প্রান্তিক স্টেশন সেই সঙ্গে প্রান্তিক এলাকা। কী করবো কোথায় যাবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। যাইহোক একটি দোকান থেকে চা আর বিস্কুট খেয়ে দুজনে মিলে এক টোটো চালককে ধরলাম। আমাদের হোটেলে নিয়ে যেতে বললাম তাকে।
শুনে সে বেশ অবাক হয়ে আমাদের জানালো যে ওই তল্লাটে নাকি কোনো থাকার হোটেল নেই। শুনে আকাশ যেনো ভেঙে পড়লো। কোথায় যাব তাহলে! রেলস্টেশনে খোলা আকাশের নীচে? স্টেশনে তো আবার কোনো ছাউনী নেই। কী অবস্থা মাইরি! টোটো ড্রাইভার আমাদের গাড়িতে বসিয়ে স্টেশনের বাইরে বড় রাস্তায় নিয়ে এলো। সেখানে আরও অনেক টোটো চালককে দেখতে পেলাম। সেখানে সে অন্য টোটো ড্রাইভারদের আমাদের হোটেলের কথা বললে তারা পরামর্শ দিল আমরা যেনো পরের ট্রেন ধরে ঝাড়গ্রাম চলে যাই। সেখানে হোটেল পেয়ে যাবো থাকা ও খাওয়া জন্যে। কিন্তু সে তো বহু দূরের রাস্তা।
দরকার আমাদের এখানে আর স্থানীয় মানুষ বলছে কিনা ঝাড়গ্রাম চলে যেতে। কী অবস্থা মাইরি! কী করবো আর কি করবো না গাড়িতে বসে তখন ভাবছি। এমন সময় ওপর এক টোটো চালক এগিয়ে এলো। স্ট্যান্ডে দাড়িয়ে সকলের সামনে আমাদের সে পুলিশি জেরা আরম্ভ করলো। কী কারণে আমাদের এই অজপাড়াগাঁয়ে আগমন, কোথা থেকে আগমন, বাড়িতে কে কে আছে, বিয়ে আমরা করেছি কিনা, কি কাজ করি, কতদিনের জন্যে আমরা এসেছি, রোসন আর আমার কী সম্পর্ক ইত্যাদি ইত্যাদি। অন্যান্য গাড়ি চালকেরা সবাই নিজেদের যাবতীয় কাজকর্ম ফেলে আমাদের উত্তর খুব মনোযোগসহকারে একনাগাড়ে শুনে যাচ্ছিল। অবশেষে ‘কোর্টে’ একটা রায়দান হলো! (চলবে)
লেখক: ইউটিউবার



গ্রামের কাগজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


সর্বশেষ সংবাদ
পাঠান এবং বাঙালিদের প্রশংসা করলেন শোয়েব
আবাহনীর সামনে দাঁড়াতেই পারলো না লিজেন্ডস অব রুপগঞ্জ
পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলবে ৪ এপ্রিল
এবার পেলে-ম্যারাডোনার পাশে মেসি
চুয়াডাঙ্গায় এক দিনের পরীক্ষায় অংশ নিয়ে মিলবে ড্রাইভিং লাইসেন্স
বাগেরহাটে ইটের বিকল্প হয়ে উঠছে পরিবেশবান্ধব কংক্রিট ব্লক
মন্ত্রিসভার বৈঠকে উঠছে ইসির আরপিও সংশোধনের প্রস্তাব
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আদালত চত্বরে তুলকালাম, ব্যারিস্টারকে নিয়ে গেল পুলিশ
ফ্ল্যাট ভাড়া নিয়ে কিশোরীদের দিয়ে দেহ ব্যবসা করাতেন আরাভ
৩০ মার্চ পরীক্ষামূলক রেল চলবে পদ্মা সেতুতে
সংশোধন হচ্ছে মোটরসাইকেল নীতি
চাঁদা না পেয়ে সিকিউরিটি গার্ডকে ছুরিকাঘাত
দুই ঘণ্টার বৈঠকে ইসি আহসান হাবিব ও মেয়র জাহাঙ্গীর
রনির প্রথম ফিফটি, রানপাহাড়ের পথে বাংলাদেশ
আমাদের পথচলা | কাগজ পরিবার | প্রতিনিধিদের তথ্য | অন-লাইন প্রতিনিধিদের তথ্য | স্মৃতির এ্যালবাম
সম্পাদক ও প্রকাশক : মবিনুল ইসলাম মবিন | সহযোগী সম্পাদক : আঞ্জুমানারা
পোস্ট অফিসপাড়া, যশোর, বাংলাদেশ।
ফোনঃ ০২৪৭৭৭৬২১৮২, ০২৪৭৭৭৬২১৮০, ০২৪৭৭৭৬২১৮১, ০২৪৭৭৭৬২১৮৩ বিজ্ঞাপন : ০২৪৭৭৭৬২১৮৪, ই-মেইল : [email protected], [email protected]
কপিরাইট © গ্রামের কাগজ সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft