মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ ১৪ চৈত্র ১৪২৯
                
                
☗ হোম ➤ দক্ষিণ-পশ্চিমাঞ্চল
যশোরে আ’লীগের ছয় বহিষ্কৃত পেয়েছেন ক্ষমা পাওয়ার চিঠি
কাগজ সংবাদ :
প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:১৬ এএম আপডেট: ০৪.০২.২০২৩ ১২:১৯ এএম |
দল থেকে অব্যাহতি প্রাপ্ত যশোরের চার ইউনিয়নের চেয়ারম্যান,সাবেক এক চেয়ারম্যানসহ ছয়জনের ক্ষমা ঘোষণা করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত পৃথক চিঠিতে তাদের ক্ষমার বিষয়টি জানানো হয়েছে। ভবিষ্যতে দলের স্বার্থ পরিপন্থি ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে তারা এ ক্ষমা পেয়েছেন।
ক্ষমা প্রাপ্তরা হলেন, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আনিছুর রহমান, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ও বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবীর তুহিন, মণিরামপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য ও চাঁচড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শামীম রেজা, জেলা মৎস্যজীবী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও রামনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ, চুড়ামনকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না এবং সদর  উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন।   
সূত্র জানায়, ২০২১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে চেয়াম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করা এবং সহযোগিতা করার জন্য তাদের আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পদ থেকে বহিষ্কার করা হয়।
ক্ষমা প্রাপ্তির চিঠিতে উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগের স্বার্থ আদর্শ শৃঙ্খলা, তথা গঠনতন্ত্র ও ঘোষণাপত্র পরিপন্থি সম্পৃক্ততার জন্য ইতিপূর্বে ওই ছয়জনকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছিল। এরপর তারা ক্ষমা চেয়ে আবেদন করেন। দোষ স্বীকার করে তারা ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত না হওয়ার লিখিত অঙ্গীকার করেছেন। এর পরিপ্রেক্ষিতে গত ১৭ ডিসেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুসারে তাদের ক্ষমা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে তা ক্ষমার অযোগ্য বলে বিবেচিত হবে।
ক্ষমা প্রাপ্তির বিষয়ে দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, ‘সারাজীবন বঙ্গবন্ধুর আদর্শে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করে যেতে চাই। দলের আদর্শ নীতি মেনেই ভবিষ্যতে পথ চলবো। আমাকে ক্ষমা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
ক্ষমা প্রাপ্ত অন্যরাও প্রধানমন্ত্রী ও ওবায়দুল কাদেরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,    ক্ষমা চেয়ে দলের কাছে আবেদন করায় অব্যাহতি প্রত্যাহার করে ক্ষমা করা হয়েছে। আগামীতে কখনো দলীয় সিদ্ধান্তের বাইরে যাবেন না বলে প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এ বিষয়ে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, ক্ষমা প্রাপ্তির আবেদনের প্রেক্ষিতে এ সকল নেতাকে ক্ষমা করা করা হয়েছে। তবে, স্বপদে বহাল করা হয়নি। যশোরের কোন কোন নেতা এ ক্ষমা পেয়েছেন তার নির্দিষ্ট তথ্য এখনো জেলা আওয়ামী লীগের কাছে আনুষ্ঠানিকভাবে পৌঁছায়নি। তবে, কেউ কেউ ব্যক্তিগতভাবে দলের সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত চিঠি পেয়েছেন বলে তিনি শুনেছেন বলে জানান।  
যশোরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় অর্ধশতাধিক নেতাকে জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন থেকে থেকে বহিষ্কার করা হয় ২০২১ সালের ২২ নভেম্বর। জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এ তথ্য জানানো হয় ওইসময়।
বহিষ্কার হওয়া নেতাদের মধ্যে ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য কাজী আলমগীর হোসেন, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবীর তুহিন, উপশহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন রত্ন, চাঁচড়ার সাবেক ছাত্রলীগ নেতা শামীম রেজা ও তাঁতি লীগ নেতা ফারুক হোসেন, দেয়াড়ার বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আনিছুর রহমান, আরবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফারুক আহমেদ বাবু ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম, চুড়ামনকাটির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান মুন্না, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবীর মিলন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আয়ুব হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আজিজুর রহমান ও ছাত্রলীগের সাবেক নেতা জাহিদুল ইসলাম জাহিদ, জেলা তরুণ লীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান লাইফ, কাশিমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএম সাইফুল, হৈবতপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যশোরের সহসভাপতি আহম্মদ আলী ও ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হরেন কুমার বিশ্বাস।
এছাড়া, বহিষ্কৃতদের মধ্যে আরও ছিলেন ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আলমগীর হোসেন, মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাতেমা আনোয়ার ও শিল্পী বেগম, কচুয়ায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলার সহসভাপতি শেখ মাহমুদ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ ও কাজী হাফিজুর রহমান রত্ন, নরেন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জাকির হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সানা আব্দুল মান্নান, মণিরামপুরে উপজেলা কৃষক লীগের সহসভাপতি আবু আনছার সরদার, কাশিপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আশরাফুল আলম মিন্টু, ভোজগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মোড়ল, সদস্য আব্দুর রাজ্জাক, ঢাকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আয়ুব হোসেন, হরিদাসকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর কবির লিটন, খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল হক, ঝাঁপা ইউনিয়নে উপজেলা যুবলীগের সদস্য স ম আলাউদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সিরাজুল ইসলাম, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল হামিদ সরদার, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সিরাজুল ইসলাম, দুর্বাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আতাউর রহমান লাভলু, কুলটিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আদিত্য মন্ডল ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য প্রভাষ ঘোষ, নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আনিচুর রহমান ও সদস্য মনোয়ার হোসেন।
বাঘারপাড়া উপজেলায় বহিষ্কৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মোল্লা বদর উদ্দীন, উপজেলা সৈনিক লীগের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, বন্দবিলা ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জয়, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মনজুর রশিদ স্বপন, সাবেক সহসভাপতি মোশারেফ হোসেন, নারিকেলবাড়িয়া ইউনিয়নে উপজেলা তাঁতি লীগের সভাপতি আবু তাহের আবুল সরদার, ধলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আতিয়ার রহমান, দোহাকুলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অরুণ অধিকারী, দরাজহাট ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোহাম্মদ আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আয়ুব হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বাসুয়াড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান।



গ্রামের কাগজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


সর্বশেষ সংবাদ
পাঠান এবং বাঙালিদের প্রশংসা করলেন শোয়েব
আবাহনীর সামনে দাঁড়াতেই পারলো না লিজেন্ডস অব রুপগঞ্জ
পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলবে ৪ এপ্রিল
এবার পেলে-ম্যারাডোনার পাশে মেসি
চুয়াডাঙ্গায় এক দিনের পরীক্ষায় অংশ নিয়ে মিলবে ড্রাইভিং লাইসেন্স
বাগেরহাটে ইটের বিকল্প হয়ে উঠছে পরিবেশবান্ধব কংক্রিট ব্লক
মন্ত্রিসভার বৈঠকে উঠছে ইসির আরপিও সংশোধনের প্রস্তাব
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আদালত চত্বরে তুলকালাম, ব্যারিস্টারকে নিয়ে গেল পুলিশ
ফ্ল্যাট ভাড়া নিয়ে কিশোরীদের দিয়ে দেহ ব্যবসা করাতেন আরাভ
৩০ মার্চ পরীক্ষামূলক রেল চলবে পদ্মা সেতুতে
সংশোধন হচ্ছে মোটরসাইকেল নীতি
চাঁদা না পেয়ে সিকিউরিটি গার্ডকে ছুরিকাঘাত
দুই ঘণ্টার বৈঠকে ইসি আহসান হাবিব ও মেয়র জাহাঙ্গীর
রনির প্রথম ফিফটি, রানপাহাড়ের পথে বাংলাদেশ
আমাদের পথচলা | কাগজ পরিবার | প্রতিনিধিদের তথ্য | অন-লাইন প্রতিনিধিদের তথ্য | স্মৃতির এ্যালবাম
সম্পাদক ও প্রকাশক : মবিনুল ইসলাম মবিন | সহযোগী সম্পাদক : আঞ্জুমানারা
পোস্ট অফিসপাড়া, যশোর, বাংলাদেশ।
ফোনঃ ০২৪৭৭৭৬২১৮২, ০২৪৭৭৭৬২১৮০, ০২৪৭৭৭৬২১৮১, ০২৪৭৭৭৬২১৮৩ বিজ্ঞাপন : ০২৪৭৭৭৬২১৮৪, ই-মেইল : [email protected], [email protected]
কপিরাইট © গ্রামের কাগজ সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft