সোমবার ২৭ মার্চ ২০২৩ ১৩ চৈত্র ১৪২৯
                
                
☗ হোম ➤ দক্ষিণ-পশ্চিমাঞ্চল
নানা আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন
কাগজ সংবাদ
প্রকাশ: রোববার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:০৫ পিএম |
বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক হোসেন উদ্দীন হোসেনকে সম্মাননা প্রদানসহ যশোরে নানা আয়োজনে উদযাপিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস। ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগার,  যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি ও জেলা শিশু একাডেমির আয়োজনে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে লেখক সম্মাননাসহ নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। উদ্বোধন শেষে গণগ্রন্থাগার চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। দুপুরে পাঠকক্ষে প্রধান অতিথি জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান উত্তরীয় পরিয়ে ও স্মারক উপহার দিয়ে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক হোসেন উদ্দীন হোসেনকে সম্মাননা জানান। অনুষ্ঠানে লেখক সম্মাননা ছাড়াও গ্রন্থাগারের দু’জন সেরা পাঠককে বই পুরস্কার দেয়া হয়। এছাড়া, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের বিষয় ভিত্তিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান মমতাজ খাতুন। প্রধান আলোচক ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সৌমেন্দ্র গোস্বামী ও আয়েশা আনজুম। দিবসটি উপলক্ষে জেলা গণগ্রন্থাগারে যশোরের স্থানীয় লেখক সাহিত্যিকদের বইয়ের সমাহার নিয়ে যশোর কর্নারের উদ্বোধন হয়।
এদিকে, গ্রন্থাগারের গুরুত্ব, মর্যাদার বিষয়ে সচেতনতা সৃষ্টি, সবার মধ্যে বই পড়ার আগ্রহ ও আনন্দ ছড়িয়ে দিতে শোভাযাত্রাসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়েও উদযাপিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস। দিবসটি উপলক্ষে এদিন বেলা ১১ টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। পরে মাইকেল মধুসূদন দত্ত কেন্দ্রীয় গ্রন্থাগার কাম একাডেমিক ভবনে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ডক্টর ইকবাল কবীর জাহিদ। এ সময় উপস্থিত ছিলেন যবিপ্রবির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ডক্টর আব্দুল্লাহ আল মামুন, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ডক্টর কিশোর মজুমদারসহ বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। আলোচনা সভা পরিচালনা করেন কেন্দ্রীয় গ্রন্থাগারের উপপরিচালক মেহেদী হাসান।
বিকেলে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি বিভাগের আয়োজনে দিবসটির গুরুত্ব ও মর্যাদার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু। যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির সম্পাদক এস নিয়াজ মোহাম্মদের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন যশোর ইনস্টিটিউটের সহকারী সম্পাদক আজাহার হোসেন স্বপন, নির্বাহী সদস্য অ্যাডভোকেট শাহারিয়ার বাবু, মুক্তিযোদ্ধা ও কলামিষ্ট আমিরুল ইসলাম রন্টু, শনিবাসরীয় সাহিত্য আসরের আহ্বায়ক মমতাজ উদ্দিন, সহকারী লাইব্রিয়ান আবু জাহিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি আরশি গাইন।
জেলা শিশু একাডেমির উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক হুসাইন শওকত।   


গ্রামের কাগজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


সর্বশেষ সংবাদ
বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনার দায় জনগণকে নিতে হচ্ছে : সিপিডি
‘বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে রমজানের আগে থেকেই বাজারে অস্থিরতা’
গ্রেনেড বাবুর যাবজ্জীবন, ৮ আসামি বেকসুর খালাস
শ্যামনগরে চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা
রাজশাহী মহানগর আ.লীগ সম্পাদককে বহিস্কারের দাবি
নড়াইলে ১০ প্রতিষ্ঠানকে জরিমানা
রনির প্রথম ফিফটি, রানপাহাড়ের পথে বাংলাদেশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
যশোর জেনারেল হাসপাতালে যুবলীগ নেতার হাতে নার্স লাঞ্ছিত
গ্রামের কাগজকে ভালোবাসা জানাতে আসেন হাজারো মানুষ
আত্মহত্যা করলেন ভারতের জনপ্রিয় নায়িকা
যশোরের সিনিয়র সাংবাদিক শাহনারা বেগমের ইন্তেকাল
হঠাৎ আইরিশদের টি-টোয়েন্টি অধিনায়ক বদলের ঘোষণা
ঈদের আগাম টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল থেকে
দেশের ৭ বিভাগে ঝড়-বৃষ্টি হতে পারে
আমাদের পথচলা | কাগজ পরিবার | প্রতিনিধিদের তথ্য | অন-লাইন প্রতিনিধিদের তথ্য | স্মৃতির এ্যালবাম
সম্পাদক ও প্রকাশক : মবিনুল ইসলাম মবিন | সহযোগী সম্পাদক : আঞ্জুমানারা
পোস্ট অফিসপাড়া, যশোর, বাংলাদেশ।
ফোনঃ ০২৪৭৭৭৬২১৮২, ০২৪৭৭৭৬২১৮০, ০২৪৭৭৭৬২১৮১, ০২৪৭৭৭৬২১৮৩ বিজ্ঞাপন : ০২৪৭৭৭৬২১৮৪, ই-মেইল : [email protected], [email protected]
কপিরাইট © গ্রামের কাগজ সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft