শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ ৭ আশ্বিন ১৪৩০
                
                
☗ হোম ➤ খেলাধুলা
জাতীয় দলে ফিরছেন নাসির?
ক্রীড়া ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:১৬ পিএম |
বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খুব দ্রুত তারকাখ্যাতি পাওয়া ক্রিকেটারদের মধ্যে অন্যতম নাসির হোসেন। জাতীয় দলে অভিষেক হওয়ার পর থেকে মাঠ এবং মাঠের বাহিরের কর্মকা- নিয়ে আলোচনায় থাকতেন সবসময়। নিজেকে ফিনিশার হিসেবে প্রমাণ করেও মাঠের বাহিরের কর্মকান্ডের জন্য বাদ পড়তে হয়েছিলো জাতীয় দল থেকে। মাঠের পারফরম্যান্স থেকেও মাঠের বাহিরে বেশ মনোযোগী ছিলেন নাসির। যার জন্য দলে স্থায়ী হতে পারেন নি তিনি। কিন্তু আবারো আলোচনায় ডানহাতি এই অলরাউন্ডার। তবে এবার মাঠের বাহিরের কর্মকান্ড নিয়ে নয় মাঠের পারফরম্যান্সের জন্য আলোচনায় এসেছেন তিনি। চলতি বিপিএলে ঢাকা ডমিনেটর্সকে নেতৃত্ব দিচ্ছেন নাসির। দলকে ভালো অবস্থানে না নিতে পারলেও নিজেকে রেখেছেন সবার উপরে। ব্যাটে বলে দুর্দান্ত সময় পার করা নাসির বার্তা দিয়ে রাখলেন জাতীয় দলে ফেরার।
লাল সবুজের জার্সিতে সবশেষ সেই ২০১৮ জানুয়ারিতে খেলেছিলেন নাসির হোসেন। এরপর দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলের বাহিরে আছেন। তবে চলমান বিপিএলে আবারো নজরে এসেছেন এই অলরাউন্ডার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে এবার ঢাকা ডমিনেটর্সের হয়ে খেলছেন নাসির। দলটির অধিনায়কও তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের এবারের আসর থেকে ছিটকে গেছে তার দল। তবে বল হাতে ১১ ম্যাচে ১৬ উইকেট নিয়ে সবার শীর্ষে আছেন তিনি। ব্যাট হাতেও আছেন সেরা পাচের তালিকা। ১২৫ স্ট্রাইকরেটে ৩৪২ রান করে সেরা রান সংগ্রাহকের পঞ্চম স্থানে অবস্থান তার। ব্যাটে বলে এমন অসাধারণ পারফরম্যান্স আন্তর্জাতিক ক্রিকেটে আবারো ফেরার ইঙ্গিত দিয়ে রাখবে এটাই স্বাভাবিক। তাহলে কি ফের জাতীয় দলে ফিরছেন নাসির?
নাসিরের এমন পারফরম্যান্সে খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও। কিছুদিন আগে নাসির হোসেনকে নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন প্রধান নির্বাচক। সেখানে তিনি বলেন, ‘নাসির অনেক দিন পর এসেছে। খেলছে। ভালো খেলছে। ওকে আগে খেলতে দেন। থিতু হতে হবে একজন খেলোয়াড়কে। অনেক দিন পর এসে পারফর্ম করা বিরাট ব্যাপার একজন খেলোয়াড়ের জন্য। ফিরে এসেছে সে। ধারাবাহিকভাবে এই প্রসেসে থাকলে অবশ্যই জাতীয় দলে চিন্তা করা হবে।’
কিন্তু নাসির হোসেন জাতীয় দলে কার জায়গায় ফিরবেন সেটিও ভাবনায় ফেলবে নির্বাচকদের। তবে এর সহজ সমাধান ও নিশ্চয় খুঁজে পাবে নান্নু-বাসাররা। মোসাদ্দেক হোসেনের রিপ্লেসমেন্ট হতে পারেন নাসির। কিভাবে সেটির ব্যাখাও করা যাক। নাসির-মোসাদ্দেক দুইজনের খেলার ধরণ প্রায় কাছাকাছি। একই পজিশনে ব্যাট করেন দুইজনে। দলের প্রয়োজনে বল হাতেও দেখা যায় মাঝেমধ্যে। দুইজনে অপস্পিনার ও ডানহাতি ব্যাটার। চলতি বিপিএলে মাঠের পারফরম্যান্সে নাসির হোসেন মোসাদ্দেক থেকেও বেশ এগিয়ে। নাসিরের ব্যাট হাতে যেখানে রান ৩৪২, মোসাদ্দেক সেখানে করেছেন মাত্র ১০২ রান। নাসিরের ব্যাটিং স্ট্রাইকরেট ১২৫ যেটা বর্তমান বাংলাদেশ ক্রিকেটের নিয়মিত ক্রিকেটারদের সমকক্ষ বটে। অন্যদিকে মোসাদ্দেক ব্যাটিং করেছেন ১০২ স্ট্রাইকরেটে। আন্তর্জাতিক ক্রিকেটে ফিনিশিংয়ে থাকা একজন ব্যাটারের জন্য যেটি আদর্শ স্ট্রাইকরেট নয়। বল হাতেতো আরো দুর্দান্ত নাসির ১৬ উইকেট নিয়ে আছেন টুর্নামেন্টে সেরা উইকেট শিকারির তালিকায় সবার উপরে। বোলিং ইকোনমিও টি-টোয়েন্টির জন্য আদর্শ৷ ওভারপ্রতি ৭.২৪ করে রান দিয়েছেন তিনি। অন্যদিকে বল হাতে নিজেকে হারিয়ে খুঁজছেন মোসাদ্দেক। ১০ ম্যাচ খেলে এখন পর্যন্ত নিয়েছেন ৬ উইকেট। ওভার প্রতি রান দিয়েছেন আটের উপরে।
আসন্ন ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে তাই মোসাদ্দেকের যোগ্য রিপ্লেসমেন্ট হতে পারেন নাসির। শধু ইংল্যান্ড সিরিজ নয়,চলতি বছরের শেষে অনুষ্ঠিত হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সে পরিকল্পনায়ও রাখা যায় এক সময়ের অন্যতম এই ফিনিশারকে। এখন নাসির ভক্তদের অপেক্ষার পালা নির্বাচকদের ভাবনাই তিনি থাকবেন কিনা!বাংলাদেশ জাতীয় দলে এক সময়ে নিয়মিত খেলোয়াড় ছিলেন নাসির। ২০১১ সালে অভিষেকের পর তিন সংস্করণ মিলিয়ে খেলেছেন ১১৫টি ম্যাচ। এরমধ্যে ১৯টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ও ৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। তবে ২০১৮ সালের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার পর বাদ পড়ে যান জাতীয় দল থেকে।


গ্রামের কাগজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


সর্বশেষ সংবাদ
এক বালি খেইকোর প্যাটেই ৬৬৮ কোটি সেপটি!
রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসিকে পদক্ষেপ নেওয়ার আহ্বান
কবরস্থান থেকে ৪ কঙ্কাল চুরি
রাজধানীতে ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাই ২ পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৫
শিক্ষক রবিউলের বিরুদ্ধে এবার দুদকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ
চালপড়া খাওয়ানোর কথা বলে পরিবহন চালককে হত্যার চেষ্টা
যুবককে পিলারে বেঁধে মারপিট বাবা-ছেলে আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
যশোরেই চালু হলো পরমাণু চিকিৎসা কেন্দ্র
বেশি শসা খাওয়া বিপজ্জনক!
দুদকের মামলায় খোলাডাঙ্গার লুৎফর কারাগারে
রাজকে ৪ কারণে ডির্ভোস দিলেন পরীমণি
অবৈধ দখলদারের কারণে শুরু করা যাচ্ছে না নতুন ভবন নির্মাণের কাজ
যশোরে একটি রাস্তার অপমৃত্যু
রাজধানীতে ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাই ২ পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৫
আমাদের পথচলা | কাগজ পরিবার | প্রতিনিধিদের তথ্য | অন-লাইন প্রতিনিধিদের তথ্য | স্মৃতির এ্যালবাম
সম্পাদক ও প্রকাশক : মবিনুল ইসলাম মবিন | সহযোগী সম্পাদক : আঞ্জুমানারা
পোস্ট অফিসপাড়া, যশোর, বাংলাদেশ।
ফোনঃ ০২৪৭৭৭৬২১৮০, ০২৪৭৭৭৬২১৮১, ০২৪৭৭৭৬২১৮৩ বিজ্ঞাপন : ০২৪৭৭৭৬২১৮৪, ই-মেইল : [email protected], [email protected]
কপিরাইট © গ্রামের কাগজ সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft