প্রকাশ: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:২২ পিএম |

দক্ষিণ আফ্রিকায় ১০ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। মূল লড়াইয়ের আগে দলগুলোর মধ্যে প্রস্তুতি ম্যাচ শুরু আজ থেকে। বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ নারী দলও খেলবে দুইটি প্রস্তুতি ম্যাচ। আসন্ন বিশ্বকাপ অফিশিয়াল প্রথম প্রস্তুতি ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলার বাঘিনীরা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে কেপটাউনে শুরু হবে ম্যাচটি।
৮ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নিজেদের শেষ ও দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে জ্যোতিরা। প্রস্তুতি ম্যাচের আতœবিশ্বাস সাহস যোগাবে মূল পর্বের ম্যাচগুলোতে। তাই বাংলাদেশের বাঘিনীরা চাইবে দুইটি প্রস্তুতি ম্যাচ ভালো ভাবে শেষ করতে। টাইগ্রিসদের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আগেই জানিয়েছেন অতীতের হতাশা ভুলে আফ্রিকা বিশ্বকাপে দেশের মানুষকে জয় উপহার দিতে বেশ আত্মবিশ্বাসী তার দল।
১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ১৪ ফেব্রুয়ারি শক্তিশালী অস্ট্রেলিয়া, ১৭ ফেব্রুয়ারি তৃতীয় ম্যাচে নিউজল্যান্ড ও ২১ ফেব্রুয়ারি স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ম্যাচে মাঠে নামবে টাইগ্রিসরা।