প্রকাশ: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৪০ পিএম আপডেট: ০৬.০২.২০২৩ ৮:৪১ পিএম |

যশোর বিসিক পরিদর্শন করলেন বিসিক চেয়ারম্যান মুহঃ মাহাবুবর রহমান। সোমবার দুপুরে পরিদর্শনের পাশাপাশি শিল্প মালিক ও নারী উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেন তিনি। এর আগে বিসিক জেলা কার্যালয় চত্ত্বরে তিনি বৃক্ষরোপণ করেন।
পরিদর্শনকালে চেয়ারম্যান বলেন, শিল্প সম্প্রসারণে তারা নানা উদ্যোগ গ্রহণ করেছেন। বিসিকের বন্ধ হয়ে যাওয়া ও খালি প্লটগুলো নারী উদ্যোক্তাদের বরাদ্দ দেওয়া হবে। এছাড়া নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বিক্রয়ের জন্য ডিসপ্লে সেন্টার করা হবে বলেও জানান তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিসিক যশোরের উপ-মহাব্যবস্থাপক মো. গোলাম হাফিজ, নাসিব যশোরের সভাপতি সাকির আলী, শিল্প মালিক ও নারী উদ্যোক্তাগণসহ বিসিক যশোরের কর্মকর্তাবৃন্দ।