প্রকাশ: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:০৭ পিএম |

সাংবাদিক ইউনিয়ন যশোর-জেইউজের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ২০ মার্চ। নির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সদস্যপদ যাচাই-বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে দু’জনকে এই সদস্যপদ প্রদান করা হয়। সদস্যপদ পাওয়া দু’জন হচ্ছেন, এনটিভির ক্যামেরা পারসন শামীম রেজা ও দৈনিক সমাজের কাগজ পত্রিকার ফটো সাংবাদিক ফটো জার্নালিস্ট এসোসিয়েশন যশোর শাখার কোষাধ্যক্ষ শামসুজ্জামান সজন।
অপরদিকে, দীর্ঘদিন সংগঠনের কার্যক্রমে নিষ্ক্রিয় থাকা এবং পেশা বদল করায় যাচাই-বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে সাতজনকে সাংবাদিক ইউনিয়ন যশোর থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
সভাপতি এম.আইউবের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন সহসভাপতি কাজী রকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, যুগ্ম সম্পাদক এসএম ফরহাদ, দপ্তর সম্পাদক মীর কামরুজ্জামান মনি, কোষাধ্যক্ষ এমএআর মশিউর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী রফিকুল ইসলাম ও নির্বাহী সদস্য হানিফ ডাকুয়া।