প্রকাশ: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:১৮ পিএম |

যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে দু’দিনব্যাপী আইটি মেলা ও শীত উৎসব সম্পন্ন হয়। এদিন সকাল ১০ টায় আইডিয়া থেকে ইকোসিস্টেম, বেলা ৩ টায় আইটি ক্যারিয়ার রোডম্যাপ ও বিকেলে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইডিয়া থেকে ইকোসিস্টেমের সেমিনারে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ডিজিটাল ইন্টারপ্রেইনারশিপ এন্ড ইনোভেশন ইকো সিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্টের পরিচালক আবুল ফাত্তাহ মো.বালিগুর রহমান। এ সময় সেশন পরিচালনা করেন স্টার্টআপ বাংলাদেশের ইনভেস্টমেন্ট ম্যানেজার আদনান দেওয়ান।
আইটি ক্যারিয়ার রোডম্যাপে অংশ নেন চালডালের সিইও জিয়া আশরাফ, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, ভারতের রুবি হাসপাতালের ডাইরেক্টর (মার্কেটিং) অরিন্দম সামন্ত, জাগরণী চক্র টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ এমদাদুল হক, প্রধান প্রদর্শক আলী আজগর, বিএসবি-ক্যামব্রিয়ান গ্রুপের জেনারেল ম্যানেজার আবু জাহিদ, শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সহসভাপতি মুনসুর আলী, নির্বাহী সদস্য অজয় দত্ত ও উজ্জ্বল বিশ্বাস।
সমাপনী অনুষ্ঠানে বক্তৃতা করেন অগ্রণী ব্যাংক ঝুমঝুমপুর শাখার ব্যবস্থাপক সঞ্জয় দাশ ও নাসিব যশোরের সভাপতি সাকির আলী।
পৃথক তিন পর্বে সভাপতিত্ব করেন শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সভাপতি আহসান কবীর। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজালাল। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে ভারতের রুবি হাসপাতালের সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে রোগীদের স্বাস্থ্য পরামর্শ দেয়া হয়।