প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৪৬ পিএম |

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে লেটস টক অন এডুকেশন এন্ড এমপ্লোয়াবিলিটি। ইয়াং বাংলার আয়োজনে এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের এক হাজারের বেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নাহিদ ইজাহার খান এমপি, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ফরহাদ হোসেন, জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডি ও স্বপ্নদেখো সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জহির ইকবাল নান্নু।
অনুষ্ঠানে মূল আলোচ্য বিষয় ছিল বাংলাদেশের বর্তমান শিক্ষা ও কর্মসংস্থানের নানান বিষয়, অগ্রগতি এবং সরকারের ভূমিকা। অনুষ্ঠানে সারাদেশের যুবদের প্রতিনিধিত্ব করেন জহির ইকবাল নান্নু। তিনি ২০১৯ সালে জাতীয় যুব পুরস্কার গ্রহণ করেন। ২০২০ সালে তিনি অর্জন করেন আইভিডি বাংলাদেশ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড।