মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ ১৪ চৈত্র ১৪২৯
                
                
☗ হোম ➤ দক্ষিণ-পশ্চিমাঞ্চল
অস্ত্রের মুখে জিলা স্কুলের শিক্ষকের কাছ থেকে অর্থ আদায়, একজন আটক
কাগজ সংবাদ
প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:০০ পিএম |
যশোর জিলা স্কুলের সহকারী শিক্ষক আবুল কাশেমকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে এক কিশোরকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক সজিব কুমার বিশ্বাস শংকরপুর কালীতলার সুবোধ কুমার বিশ্বাসের ছেলে। এ ঘটনায় ১০ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন ওই শিক্ষক।
পলাতক আসামিরা হচ্ছে, কাব্য, জীম, মাহিম, কুয়াশা, আশিক, বিপ্র, অরিত্র, অভিজিৎ ও অর্ক। তারা সকলেই কিশোর গ্যাঙের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
এজাহারে শিক্ষক আবুল কাশেম উল্লেখ করেছেন, তিনি শহরের তেঁতুলতলা এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন। গত ৬ ফেব্রুয়ারি বেলা ১২ টার দিকে পৌর পার্কের দক্ষিণ পাশের একটি টি স্টলে যান চা পান করার জন্য। তখন কিশোর গ্যাংয়ের সদস্যরা অস্ত্র বের করে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে আসামিরা তার পকেট থেকে আড়াই হাজার টাকা জোরপূর্বক কেড়ে নেয়। এরপর বেলা দেড়টার দিকে তারা ওই শিক্ষকের বাড়ির সামনে যায় এবং বাকি আট হাজার টাকা দাবি করে। টাকা দিতে না চাইলে তারা বিভিন্ন ভয়ভীতি দেখায়। বাধ্য হয়ে তিনি আরও আট হাজার টাকা দিয়ে দেন। ঘটনাটি অন্য কাউকে জানালে তাকে প্রাণে শেষ করা হবে বলে হুমকি দেয় তারা। তখন তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দেন।
কোতোয়ালি থানার এসআই জয়ন্ত সরকার জানান, এই মামলার প্রধান আসামি সজিবকে বুধবার দুপুর আড়াইটার দিকে পৌরপার্কের গেটের সামনে থেকে আটক করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে চাঁদার পাঁচ হাজার টাকা। অন্যদের আটকের চেষ্টা চলছে।


গ্রামের কাগজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


সর্বশেষ সংবাদ
পাঠান এবং বাঙালিদের প্রশংসা করলেন শোয়েব
আবাহনীর সামনে দাঁড়াতেই পারলো না লিজেন্ডস অব রুপগঞ্জ
পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলবে ৪ এপ্রিল
এবার পেলে-ম্যারাডোনার পাশে মেসি
চুয়াডাঙ্গায় এক দিনের পরীক্ষায় অংশ নিয়ে মিলবে ড্রাইভিং লাইসেন্স
বাগেরহাটে ইটের বিকল্প হয়ে উঠছে পরিবেশবান্ধব কংক্রিট ব্লক
মন্ত্রিসভার বৈঠকে উঠছে ইসির আরপিও সংশোধনের প্রস্তাব
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আদালত চত্বরে তুলকালাম, ব্যারিস্টারকে নিয়ে গেল পুলিশ
ফ্ল্যাট ভাড়া নিয়ে কিশোরীদের দিয়ে দেহ ব্যবসা করাতেন আরাভ
৩০ মার্চ পরীক্ষামূলক রেল চলবে পদ্মা সেতুতে
সংশোধন হচ্ছে মোটরসাইকেল নীতি
চাঁদা না পেয়ে সিকিউরিটি গার্ডকে ছুরিকাঘাত
দুই ঘণ্টার বৈঠকে ইসি আহসান হাবিব ও মেয়র জাহাঙ্গীর
রনির প্রথম ফিফটি, রানপাহাড়ের পথে বাংলাদেশ
আমাদের পথচলা | কাগজ পরিবার | প্রতিনিধিদের তথ্য | অন-লাইন প্রতিনিধিদের তথ্য | স্মৃতির এ্যালবাম
সম্পাদক ও প্রকাশক : মবিনুল ইসলাম মবিন | সহযোগী সম্পাদক : আঞ্জুমানারা
পোস্ট অফিসপাড়া, যশোর, বাংলাদেশ।
ফোনঃ ০২৪৭৭৭৬২১৮২, ০২৪৭৭৭৬২১৮০, ০২৪৭৭৭৬২১৮১, ০২৪৭৭৭৬২১৮৩ বিজ্ঞাপন : ০২৪৭৭৭৬২১৮৪, ই-মেইল : [email protected], [email protected]
কপিরাইট © গ্রামের কাগজ সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft