প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:০৩ পিএম |

আত্মহত্যা প্ররোচনা মামলায় স্বামী, শ্বশুর-শাশুড়িসহ চারজনের বিরুদ্ধে যশোরের আদালতে মামলা হয়েছে। বুধবার অভয়নগরের একতারপুর গ্রামের মহিরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন অভয়নগর থানার ওসিকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী সৈয়দ কবীর হোসেন জনি।
আসামিরা হলেন, অভয়নগরের বাঘুটিয়া গ্রামের আলী হোসেন শেখ, তার স্ত্রী রহিমা বেগম, ছেলে রকি শেখ ও মেয়ে লিমা বেগম।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০২০ সালে আসামি রকি শেখ পারিবারিকভাবে লাবনী আক্তার টুকটুকিকে বিয়ে করেন। বিয়ের সময় আসামিদের যৌতুক হিসেবে আড়াই লাখ টাকা ও এক লাখ ৭০ হাজার টাকার গৃহস্থালীর মালামাল দেয়া হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতে আসামিরা যৌতুক দাবি করে টুকটুকির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। এরমধ্যে টুকটুকির পিতা চাকরি থেকে অবসরে যান। তখন জমি কেনার দোহাই দিয়ে পাঁচ লাখ টাকা যৌতুক হিসেবে এনে দিতে বলেন আসামিরা। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি আসামিরা যৌতুকের দাবিতে টুকটুকিকে মারপিট করে ঘরে আটকে রাখেন। পরের দিন সকালে ছেলে রেখে টুকটুকিকে বাড়ি থেকে তাড়িয়ে দেন আসামিরা। একইসাথে যৌতুকের টাকা ছাড়া বাড়ি ফিরতে নিষেধ করেন। টুকটুকি বাড়ি থেকে বের হয়ে আসামিদের প্ররোচনায় ক্ষোভে অপমানে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে তা গ্রহণ না করায় তিনি আদালতে মামলা করেছেন।