মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ ১৪ চৈত্র ১৪২৯
                
                
☗ হোম ➤ খেলাধুলা
সাকিবের ঘাড়ে নিশ্বাস ফেলছেন হার্দিক পান্ডিয়া
ক্রীড়া ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৫৮ পিএম |
বাংলাদেশ ক্রিকেটের 'পোষ্টারবয়' বলা হয় সাকিব আল হাসানকে। বৈশ্বিক ক্রিকেটের তিন ফরম্যাটেই তিনি ছিলেন এক নম্বর অলরাউন্ডার। তবে টেস্ট ক্রিকেটে ক্রিকেটে কিছুটা পিছিয়ে পড়ে তিন নম্বরে চলে গেছেন তিনি। তবে সাদা বলের ক্রিকেটে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এখনও সাকিবই বিশ্বসেরা। তবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের ঘাড়েই নিশ্বাস ফেলছেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
বুধবার (৮ ফেব্রুয়ারি) ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির প্রকাশিত সর্বশেষ অলরাউন্ডার র‌্যাংকিংয়ে সাকিবকে ছাড়িয়ে যেতে আর মাত্র ৩ পয়েন্ট দূরে আছেন ভারতের এই পেস অলরাউন্ডার।
আইসিসির হালনাগাদকৃত টি-টোয়েন্টিতে এক নম্বরে থাকা সাকিবের রেটিং ২৫২ পয়েন্ট। যেখানে ২৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ছিল আফগানিস্তানের মোহাম্মদ নবী। তবে ২৫০ পয়েন্ট নিয়ে নবীকে টপকে শুধু সেরা দুইয়ে উঠে এসেছেন পান্ডিয়া।
শুধু পান্ডিয়াই নন, আইসিসির প্রকাশিত টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ভারতের আরও দুই ক্রিকেটার এগিয়েছেন। বাঁহাতি মিডিয়াম পেসার আর্শদীপ সিং আট ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৩ নম্বরে অবস্থান করছেন। বড় লাফ দিয়েছেন তরুন ওপেনার শুভমান গিলও। উঠে এসেছেন ৩০তম স্থানে।
টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে ভারতের সূর্যকুমার যাদব ও পাকিস্তানের তারকা ওপেনার মোহাম্মদ রিজওয়ান যথারীতি এক ও দুই নম্বর স্থান ধরে রেখেছেন। তবে নিউজিল্যান্ডের ডেভন কনওয়েকে সরিয়ে তিনে উঠে এসেছেন পাক অধিনায়ক বাবর আজম।
টি-টোয়েন্টির বোলারদের মধ্যে প্রথম তিনটি স্থানে কোনো বদল নেই রশিদ খান, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও আদিল রশিদ আছেন যথাক্রমে এক দুই ও তিনে।
সাকিব টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডেতেও অলরাউন্ডারদের শীর্ষ স্থান ধরে রেখেছেন। এই তালিকায় তিনে রয়েছেন অফস্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। বোলারদের র‌্যাংকিংয়ে সপ্তম স্থানে রয়েছেন সাকিব। আর মোস্তাফিজুর রহমান নবম ও মিরাজ ১২তম স্থানে আছেন। ওয়ানডে ব্যাটসম্যানদের মধ্যে দুই ধাপ এগিয়ে তামিম ইকবাল উঠেছেন ১৫ নম্বরে।



গ্রামের কাগজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


সর্বশেষ সংবাদ
পাঠান এবং বাঙালিদের প্রশংসা করলেন শোয়েব
আবাহনীর সামনে দাঁড়াতেই পারলো না লিজেন্ডস অব রুপগঞ্জ
পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলবে ৪ এপ্রিল
এবার পেলে-ম্যারাডোনার পাশে মেসি
চুয়াডাঙ্গায় এক দিনের পরীক্ষায় অংশ নিয়ে মিলবে ড্রাইভিং লাইসেন্স
বাগেরহাটে ইটের বিকল্প হয়ে উঠছে পরিবেশবান্ধব কংক্রিট ব্লক
মন্ত্রিসভার বৈঠকে উঠছে ইসির আরপিও সংশোধনের প্রস্তাব
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আদালত চত্বরে তুলকালাম, ব্যারিস্টারকে নিয়ে গেল পুলিশ
ফ্ল্যাট ভাড়া নিয়ে কিশোরীদের দিয়ে দেহ ব্যবসা করাতেন আরাভ
৩০ মার্চ পরীক্ষামূলক রেল চলবে পদ্মা সেতুতে
সংশোধন হচ্ছে মোটরসাইকেল নীতি
দুই ঘণ্টার বৈঠকে ইসি আহসান হাবিব ও মেয়র জাহাঙ্গীর
চাঁদা না পেয়ে সিকিউরিটি গার্ডকে ছুরিকাঘাত
রনির প্রথম ফিফটি, রানপাহাড়ের পথে বাংলাদেশ
আমাদের পথচলা | কাগজ পরিবার | প্রতিনিধিদের তথ্য | অন-লাইন প্রতিনিধিদের তথ্য | স্মৃতির এ্যালবাম
সম্পাদক ও প্রকাশক : মবিনুল ইসলাম মবিন | সহযোগী সম্পাদক : আঞ্জুমানারা
পোস্ট অফিসপাড়া, যশোর, বাংলাদেশ।
ফোনঃ ০২৪৭৭৭৬২১৮২, ০২৪৭৭৭৬২১৮০, ০২৪৭৭৭৬২১৮১, ০২৪৭৭৭৬২১৮৩ বিজ্ঞাপন : ০২৪৭৭৭৬২১৮৪, ই-মেইল : [email protected], [email protected]
কপিরাইট © গ্রামের কাগজ সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft