মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ ১৪ চৈত্র ১৪২৯
                
                
☗ হোম ➤ খেলাধুলা
নারী আইপিএলের নিলামে সালমা-রুমানাসহ ৯ বাংলাদেশি
ক্রীড়া ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৫৯ পিএম |
পুরুষদের আইপিএলের মতো নারীদের আইপিএলও মাঠে গড়াতে যাচ্ছে। টুর্নামেন্টের প্রথম আসর আগামী ৪ মার্চ শুরু হয়ে চলবে ২৬ মার্চ পর্যন্ত। পাঁচ ফ্রাঞ্চাইজির এই টুর্নামেন্টকে সামনে রেখে আগামী ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নিলাম। যেখানে বাংলাদেশ থেকে ৯ ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির নিলামে জায়গা পেয়েছেন।
নারী আইপিএলে অংশ নিতে মোট ১৫২৫ ক্রিকেটার আগ্রহ প্রকাশ করেছিল। যেখানে যাচাই-বাছাই শেষে ৪০৯ জন ক্রিকেটারকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। এর মধ্যে ২৪৬ জন ভারতীয় ও বিদেশি ক্রিকেটারের সংখ্যা ১৬৩ জন।
বাংলাদেশ থেকে যে ৯ জন টাইগ্রেস ক্রিকেটার চূড়ান্ত তালিকায় রয়েছেন, তারা হলেনÍ সালমা খাতুন, স্বর্ণা আক্তার, জাহানারা আলম, রুমানা আহমেদ, নাহিদা আক্তার, লতা মন্ডল, ঋতু মনি, সোবহানা মোশতারি ও নিগার সুলাতানা।
নিলামে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ৪০ লাখ রুপি ভিত্তিমূল্য ধরা হয়েছে সালমা ও রুমানার। স্বর্ণা আক্তারের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২০ লাখ রুপি। এছাড়া বাকি ৬ ক্রিকেটারের ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি করে।
পুরুষ আইপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি অর্থাৎ দিল্লি, মুম্বাই, গুজরাট, ব্যাঙ্গালুরু ও লখনৌ মিলে শুরু হবে এই টুর্নামেন্ট। প্রথমবারের মতো হতে চলা উইমেন্স প্রিমিয়ার লিগে সব মিলিয়ে ম্যাচ হবে ২২টি। যা মুম্বাইয়ের ব্রাবোর্ন এবং ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।



গ্রামের কাগজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


সর্বশেষ সংবাদ
পাঠান এবং বাঙালিদের প্রশংসা করলেন শোয়েব
আবাহনীর সামনে দাঁড়াতেই পারলো না লিজেন্ডস অব রুপগঞ্জ
পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলবে ৪ এপ্রিল
এবার পেলে-ম্যারাডোনার পাশে মেসি
চুয়াডাঙ্গায় এক দিনের পরীক্ষায় অংশ নিয়ে মিলবে ড্রাইভিং লাইসেন্স
বাগেরহাটে ইটের বিকল্প হয়ে উঠছে পরিবেশবান্ধব কংক্রিট ব্লক
মন্ত্রিসভার বৈঠকে উঠছে ইসির আরপিও সংশোধনের প্রস্তাব
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আদালত চত্বরে তুলকালাম, ব্যারিস্টারকে নিয়ে গেল পুলিশ
ফ্ল্যাট ভাড়া নিয়ে কিশোরীদের দিয়ে দেহ ব্যবসা করাতেন আরাভ
৩০ মার্চ পরীক্ষামূলক রেল চলবে পদ্মা সেতুতে
সংশোধন হচ্ছে মোটরসাইকেল নীতি
চাঁদা না পেয়ে সিকিউরিটি গার্ডকে ছুরিকাঘাত
দুই ঘণ্টার বৈঠকে ইসি আহসান হাবিব ও মেয়র জাহাঙ্গীর
রনির প্রথম ফিফটি, রানপাহাড়ের পথে বাংলাদেশ
আমাদের পথচলা | কাগজ পরিবার | প্রতিনিধিদের তথ্য | অন-লাইন প্রতিনিধিদের তথ্য | স্মৃতির এ্যালবাম
সম্পাদক ও প্রকাশক : মবিনুল ইসলাম মবিন | সহযোগী সম্পাদক : আঞ্জুমানারা
পোস্ট অফিসপাড়া, যশোর, বাংলাদেশ।
ফোনঃ ০২৪৭৭৭৬২১৮২, ০২৪৭৭৭৬২১৮০, ০২৪৭৭৭৬২১৮১, ০২৪৭৭৭৬২১৮৩ বিজ্ঞাপন : ০২৪৭৭৭৬২১৮৪, ই-মেইল : [email protected], [email protected]
কপিরাইট © গ্রামের কাগজ সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft