প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:২৫ পিএম |

রাজশাহী মহানগরীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক তরুণী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১ টার সময় নগরীর কাদিরগঞ্জ এলাকার ডলফিন ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। নিহত তরুনীর নাম খাদিজা আক্তার (১৮) তিনি রাজশাহী জেলার তানোরের চন্দনকৌটা গ্রামের আব্দুল খালেকের মেয়ে।
নগরীর বোয়ালিয়া মোডেল থানার ওসি মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, একটি মালবাহি ট্রাক পিছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় খাদিজা মোটরসাইকেলের পেছন থেকে রাস্তার উপর ছিটকে পড়ে। এতে তিনি গুরতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাক চালককে আটক করা হয়েছে।