প্রকাশ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৩৬ পিএম |

উপযুক্ত মাটি ও আবহাওয়ার কারণে সাতক্ষীরায় সাত শতাধিক হাইব্রিড চারা তৈরির নার্সারি গড়ে উঠেছে। এসব নার্সারিতে বছরে শত কোটি টাকার চারা কেনাবেচা হলেও নেই কোনো নির্দিষ্ট বাজার। তবে অনলাইনে চারা বিক্রি করে অনেকে ভালো সাড়া পাচ্ছেন।
শহরতলির পুরাতন সাতক্ষীরা ও কুখরালি এলাকায়ই রয়েছে শতাধিক নার্সারি। এখানে ফুল ও নানা জাতের দেশি-বিদেশি জাতের ফলের চারা উৎপাদন হচ্ছে। এসব নার্সারি থেকে চারা কিনে ভ্যানে ফেরি করে বিক্রি করেন অনেকে। ভ্যান থেকে গাছের চারা সর্বনিম্ন ১০ টাকা থেকে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
ষাটের দশকে সাতক্ষীরায় নার্সারি ব্যবসার যাত্রা শুরু হয়। দেশভাগের পর ভারত থেকে আসা চারা তৈরির কারিগররা এখানে বসতি স্থাপন করেন। বাড়ির আঙিনায় গড়ে তোলেন ছোট ছোট নার্সারি। তখন নদী পথে নৌকায় সহজে পরিবহনের সুযোগ থাকায় বিভিন্ন গ্রামীণ মেলা ও হাটবাজারে এসব চারা বিক্রি করতেন তারা। তবে চাহিদা বাড়ায় স্বাধীনতার পর সাতক্ষীরায় বাণিজ্যিকভাবে নার্সারি ব্যবসা শুরু হয়।