প্রকাশ: রোববার, ১২ মার্চ, ২০২৩, ১০:০৮ পিএম |

সাতক্ষীরার কলারোয়ায় আগুনে পুড়ে মমতাজ উদ্দীন (৭৭) নামে একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের নিহত হয়েছেন।
রোববার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের দাড়কি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মমতাজ উদ্দীন চন্দনপুর হাইস্কুলের নাবেক শিক্ষক।
নিহতের ভাইপো প্রভাষক আশরাফুল ইসলাম জানান, বাড়ির পাশের বাঁশবাগান পরিষ্কার করতে গিয়ে পাতা জড়ো করে তাতে আগুন ধরিয়ে দেন মমতাজ উদ্দীন। সেসময় অসাবধানতাবশত তার লুঙ্গিতে আগুন ধরে তিনি দগ্ধ হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।