প্রকাশ: রোববার, ১২ মার্চ, ২০২৩, ১০:১২ পিএম |

সাতক্ষীরায় জাল টাকা এবং তৈরির সরঞ্জামসহ একজনকে আটক করেছের র্যাব সদস্যরা। শনিবার রাতে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ঘোলা এলাকায় র্যাব-৬ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এবাদুল সরদার নামে ওই ব্যক্তিকে আটক করে। এসময় ১৪ হাজার জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক এবাদুল সরদার ঘোলা গ্রামের গোলাম হোসেন সরদারের পুত্র।
শ্যামনগর থানা পুলিশ জানায়, যশোরের ঝিকরগাছা এলাকার মৃত আলতাফ হোসেন মোড়লের পুত্র আলী হোসেন সেন্টুর পরিচিত একই এলাকার খলিলুর রহমানের পুত্র বাবলুর মাধ্যমে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ঘোলা গ্রামের এবাদুল সরদার এবং একই এলাকার মৃত ইসমাইল হোসেন সরদারের পুত্র গোলাম হোসেন সরদারের সাথে পরিচয় হয়। এ সূত্রে তারা কেমিক্যাল দিয়ে টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন দেখাতে থাকেন মানুষকে। তাদের প্রলোভনে পড়ে প্রথমে ভুক্তভোগী সেন্টু সাত লাখ টাকা এবং তার বন্ধু আবুল কাশেম লাখ ৩০ হাজার টাকা প্রদান করেন। কিন্তু টাকা দ্বিগুণ তো দূরের কথা মূল টাকা না দিয়ে তালবাহানা করতে থাকেন তারা। টাকা ফেরত চাইলে খুন জখমের হুমকি ধামকি দেখাতে থাকেন প্রতারকরা।
ভুক্তভোগী আলী হোসেন সেন্টুর অভিযোগের ভিত্তিতে র্যাব-৬ এবং পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। সে সময় র্যাব ও পুলিশের উপস্থিতি টের পেয়ে গোলাম হোসেন ও বাবলু পালিয়ে গেলেও এবাদুল আটক হন। এসময় এবাদুলের ঘর তল্লাশি করে ১৪ হাজার জাল টাকা, ১টি প্লাস্টিকের কৌটা, ৩টি প্লাস্টিকের বোতল, ছোট কাচের শিশিসহ জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ঘটনায় আলী হোসেন সেন্টু তিনজনের বিরুদ্ধে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। শ্যামনগর থানার ওসি নূরুল ইসলাম বাদল বলেন, মামলার অন্য আসামিদের আটকের চেষ্টা চলছে।