প্রকাশ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ১০:৩৯ পিএম |

গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহাবুর রহমানকে দুই বছরের সশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
সাজাপ্রাপ্ত মাহাবুর রহমান নড়াইল লোহাগাড়ার ব্রক্ষ্মমানি নগর গ্রামের মৃত আব্দুস সালাম মোল্যার ছেলে। বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শম্পা বসু এক রায়ে এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত মাহাবুর রহমান পলাতক রয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে, যশোর উপশহরের ডি-ব্লকের বাসিন্দা গিয়াস উদ্দিন দীর্ঘদিন বিদেশে থেকে ২০১১ সালে দেশে ফিরে আসেন। ২০১২ সালের ডিসেম্বর মাসের দিকে আসামি মাহাবুবের সাথে গিয়াস উদ্দিনের পরিচয় হয়। তিনি যশোর শহরের জেল রোডের আরএস ভবনের সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে বীমা করার পরামর্শ দেন। তার প্রস্তাবে রাজি হয়ে ২০১২ সালের ৩০ আগস্ট গিয়াস উদ্দিন ও তার স্ত্রী হাজেরা বেগম সন্ধানীর অফিসে এসে দুটি বীমার হিসাব খুলে চার হাজার ৮শ’ ৯০ টাকা জমা করে রশীদ নেন। ওই বছরের ২০ অক্টোবর গিয়াস উদ্দিনের বাসায় যেয়ে বীমার বাকি দুই লাখ ২৯ হাজার ৫শ’ টাকা আসামি মাহাবুর নিয়ে আসেন। এ সময় তিনি জমা রশিদ পরে দিবেন বলে জানান।
এদিকে, মাহাবুর নির্ধারিত সময়ের মধ্যে রশীদ না দিয়ে ঘুরাতে থাকেন। একপর্যায়ে তিনি টাকা খরচ করে ফেলেছেন জানিয়ে পরে পরিশোধের অঙ্গীকার করে একটি চুক্তিনামা করেন। নির্ধারিত সময়ে টাকা ফেরত না পাওয়ায় ২০১৩ সালের ৩০ মার্চ তার কাছে পাওনা দুই লাখ ৩৪ হাজার ৪৮০ টাকা ফেরত চাইলে মাহাবুর দিতে অস্বীকার করেন। টাকা আদায়ে ব্যর্থ হয়ে ওই বছরের পহেলা জুলাই প্রতারণার অভিযোগে মাহাবুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা করেন গিয়াস উদ্দিনের স্ত্রী হাজেরা বেগম।
দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি মাহাবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে এ সাজা প্রদান করেন।