প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ৩:০৯ পিএম |

ভারতের চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি রয়েছেন বাংলাদেশি অভিনেত্রী সালহা খানম নাদিয়া। এ বছরের শুরুর দিকে নাদিয়া গুরুতর অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। পরে সুস্থ হয়ে ওঠেন।
সম্প্রতি আবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। এবার কয়েক মাস না পেরোতে আবারো অসুস্থ হন। বর্তমানে ভারতের চেন্নাইয়ের এপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন। গত সোমবার ফেসবুক হ্যান্ডেলে এ তথ্য নিজেই জানিয়েছেন নাদিয়া।
হাসপাতালে ভর্তির তথ্য সম্বলিত পোস্টে একটি ছবি পোস্ট করেছেন এ অভিনেত্রী। দেখা যায় নাদিয়া হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন। তার হাতে ক্যানোলা সংযুক্ত রয়েছে।
সঙ্গে লিখেছেন, যেকোনো পরিস্থিতিতেই, তিনি আমাকে কখনোই ছেড়ে যান না। আমার প্রিয় আল্লাহ, তুমিই আমার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ।
গ্যাস্ট্রোলজির সমস্যার কারণে চলতি বছরের ১৭ জানুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন নাদিয়া। জানিয়েছিলেন, হঠাৎ গ্যাস্ট্রোলজির সমস্যা বোধ করায় হাসপাতালে ভর্তি হতে হলো। এ জন্য আমি সব ধরনের শুটিং থেকে আপাতত বিরতি নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।