প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ৪:৩৫ পিএম |

লালমনিরহাটের হাতীবান্ধায় শ্বশুর বাড়ির গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় সাজু মিয়া (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার(১৬ মার্চ) দুপুরে উপজেলার বড়খাতা ইউনিয়নের আদর্শপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাজু ওই গ্রামের রমজান আলীর জামাতা। তিনি রংপুর শহরের রোজা মিয়ার ছেলে।
জানা গেছে, শ্বশুর বাড়ির লোকজন কাজের সুবাদে ঢাকায় থাকতেন। এ কারণে স্ত্রী ও একমাত্র ছেলেকে নিয়ে শ্বশুর রমজান আলীর বাড়ি বড়খাতা আদর্শপাড়া গ্রামে বসবাস করতেন সাজু।
সাম্প্রতি সময় একমাত্র সন্তানকে নিয়ে তার স্ত্রীও রাজধানী ঢাকার চলে যান। তার অমতে যাওয়ায় বাড়িতে একা হয়ে পড়েন সাজু। এতে ক্ষুব্ধ হয়ে পড়েন তিনি।
বৃহস্পতিবার সকালে প্রতিবেশীরা বাড়ির পাশে একটি গাছের মগডালে তার মরদেহ ঝুলতে দেখে সবাইকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। মর্গের রিপোর্ট ও তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।