রোববার ২৬ মার্চ ২০২৩ ১২ চৈত্র ১৪২৯
                
                
☗ হোম ➤ ফিচার
ডান-হাতিদের তুলনায় বাঁ-হাতিরা এগিয়ে সব জায়গায়!
কাগজ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ২:২৫ পিএম |
আমাদের সমাজ ব্যবস্হা কোথাও কোথাও এমন যে প্রচলিত ধ্যানধারণা ভেঙে বেরোনো বা ছকে বাঁধা না হলেই তা নিয়ে শুরু হয় সমস্যা। ছকে ফিরিয়ে আনার চেষ্টা করে চলবে পুরো সমাজ।
আলাদা হওয়ার বা অন্যরকম ভাবে বাঁচার অধিকার যেন নেই এই পৃথিবীতে। আর এই অত্যাচারের শিকার হতে হয় কতো মানুষকে। যাদের মধ্যে রয়েছে শিশুরাও। অনেকের জন্মই হয় অন্যভাবে। তাও তাদের স্রোতের বিপরীতে যাওয়ার থেকে আটকানো হয়। সেখান থেকেই শুরু হয় সমস্যা।
হাতের ক্ষেত্রেও এমন বিষয় নজরে আসে। সমাজে প্রচলিত আছে, ডান হাত দিয়েই খেতে হবে, ডান হাত দিয়েই খেলাধুলো করতে হবে। কিন্তু যাদের ডানের বদলে বাঁ হাত বেশি শক্তিশালী, তারা কী করবে? একাধিক শিশু ছোটবেলা থেকে বাঁ হাতে বেশি দক্ষ। ডান-হাতিরা যেমন মস্তিষ্কের বাঁ দিকের অংশটি বেশি ব্যবহার করে। বাঁ-হাতিদের ক্ষেত্রে মস্তিষ্কের ডান দিক ব্যবহৃত হয়।
কিন্তু তাদের মূল স্রোতে ফেরাতে বাবা-মায়েরা জোর করে ডান হাতের কার্যক্ষম বাড়ানোর চেষ্টা করেন। অনেকের ধারণা, যারা ডান-হাতিদের তুলনায় বাঁ-হাতিরা দুর্বল চিত্তের মানুষ হয়। কিন্তু সেটা একেবারেই বিজ্ঞানসম্মত নয়। এই ভাবনার ফলে বাচ্চাদের বাঁ হাতের ক্ষমতা কমিয়ে ডান হাতের ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা মোটেও স্বাস্থ্যকর নয়। কেউ কেউ আবার ছেলে-মেয়েদের বাঁ হাত বেঁধে রেখে ডান হাত দিয়ে কাজ করান। যাতে হাতের ক্ষমতার বদল হয়। এতে বাঁ-হাতিরা ডান-হাতি হয়ে যায় হয়তো, কিন্তু এর ফলে শিশুদের শরীরে বিভিন্ন সমস্যা দেখা যায়।
সবাই যে সমস্যার সম্মুখীন হন, তা নয়। কিন্তু অনেক শিশুর মধ্যে এই বদলের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়। কারো কথা বলার সমস্যা শুরু হয়, কারো স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়, কারো মানসিক সমস্যা দেখা দেয়, কারো আবার মেলামেশা করতে অসুবিধা হয়। জোর করে হাতের বদলে মস্তিষ্কে চাপ পড়ে। কোনো কোনো শিশুর ডিসলেক্সিয়া দেখা যায়। ফলে পড়াশোনা করতে অসুবিধা হয়। মস্তিষ্ক দুর্বল হয়ে পড়ে। হাতের লেখা খারাপ হয়ে যায়। কোনো শিশু বয়স বাড়ার পরেও বিছানায় প্রস্রাব করে দেয়। নখ কামড়ানোর মতো বদ অভ্যাস দেখা যায়। তা ছাড়া ক্লান্তি বেড়ে যায় শরীরে। বিভিন্ন স্নায়ুজনিত রোগাক্রান্ত হয় শরীর।
তাই স্বাভাবিকত্বের বাইরে গিয়ে অকারণে জোর করবেন না নিজেদের শিশুকে। বাঁ-হাতি মানুষেরা বিশ্বে রাজত্ব করেছে এবং বর্তমানেও করে চলেছে। যেমন- অ্যালবার্ট আইনস্টাইন, অ্যারিস্টটল, লিওনার্দো দা ভিঞ্চি, মেরি কুরি, বিল গেটস, মার্ক জাকারবার্গ এবং অমিতাভ বচ্চনের মতো একাধিক বিশিষ্ট ব্যক্তিরাও কিন্তু বাঁ-হাতি।


গ্রামের কাগজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


সর্বশেষ সংবাদ
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
মুক্তিযোদ্ধাদের প্রতি শিক্ষামন্ত্রীর শ্রদ্ধা
বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করছেন শেখ হাসিনা
রাজারবাগ শহীদ স্মৃতিসৌধে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির শ্রদ্ধা
টর্নেডোতে বিধ্বস্ত মিসিসিপি, নিহতের সংখ্যা বেড়ে ২৬
সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই বাংলাদেশি নিহত
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাঁশ কাবাব, রাজস্থানি তান্দুরি ছিল মূল আকর্ষণ
৫১ বছর বয়সে ৫ম শ্রেণির ছাত্রী
টাকা শূন্য যশোর ডাকঘর!
খুলনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা
চাকরি হারিয়েছেন মাদকাসক্ত ১১৬ পুলিশ
আজ রাত এক মিনিট অন্ধকারে থাকবে দেশ
আন্দোলনের নতুন কর্মসূচি দিল বিএনপি জোট
আমাদের পথচলা | কাগজ পরিবার | প্রতিনিধিদের তথ্য | অন-লাইন প্রতিনিধিদের তথ্য | স্মৃতির এ্যালবাম
সম্পাদক ও প্রকাশক : মবিনুল ইসলাম মবিন | সহযোগী সম্পাদক : আঞ্জুমানারা
পোস্ট অফিসপাড়া, যশোর, বাংলাদেশ।
ফোনঃ ০২৪৭৭৭৬২১৮২, ০২৪৭৭৭৬২১৮০, ০২৪৭৭৭৬২১৮১, ০২৪৭৭৭৬২১৮৩ বিজ্ঞাপন : ০২৪৭৭৭৬২১৮৪, ই-মেইল : [email protected], [email protected]
কপিরাইট © গ্রামের কাগজ সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft