প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ১০:২৫ পিএম |

যশোরের বাঘারপাড়ায় উপজেলা যুবলীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক রাজিব কুমার রায়।
উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জুলফিক্কার আলী জুলাইয়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় রাজিব রায় বলেন, প্রধামন্ত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। যে যাত্রায় যুবলীগ সর্বদা পাশে থাকবে। তিনি অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের জন্য সভামঞ্চ উন্মুক্ত ঘোষণা করেন।
উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লিটনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তৃতা করেন উপজেলা যুবলীগের সদস্য রুবেল রানা, ইমরান হোসেন, সনজিত বিশ্বাস, ইমতিয়াজ নাসির তুষার, তরিকুল ইসলাম, কিশোর বিশ্বাস, অভয়নগর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শেখ ওলিয়ার রহমান, উপজেলা ছাত্রলীগের সদস্য শেখ আব্দুল্লাহ, বাঘারপাড়া উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক সালমা খাতুন, যুগ্ম আহ্বায়ক রনি ভৌমিক প্রমুখ।