মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ ৭ চৈত্র ১৪২৯
                
                
☗ হোম ➤ দক্ষিণ-পশ্চিমাঞ্চল
দাবি হত্যার হুমকি
ঝিকরগাছার মেয়র ও উপজেলা আ’লীগ সেক্রেটারির পাল্টাপাল্টি অভিযোগ
কাগজ সংবাদ:
প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ১০:৫৮ পিএম |
যশোরের ঝিকরগাছা পৌরসভার মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ পরস্পরের বিরুদ্ধে গুলি করার হুমকি দেয়ার অভিযোগ করেছেন। মেয়র শুক্রবার প্রেসক্লাব যশোরে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মুছা মাহমুদের বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপন করেন। অন্যদিকে মুছা মাহমুদ মেয়রের বিরুদ্ধে একই অভিযোগে বৃহস্পতিবার থানায় একটি জিডিই করেছেন। মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল উপজেলা আওয়ামী লীগেরও সহসভাপতি। 
সাংবাদিক সম্মেলনে মেয়র আনোয়ার পাশা জামাল অভিযোগ করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ ১৫ মার্চ পৌরসভা কার্যালয়ে ঢুকে তাকে গুলি করে হত্যার হুমকি দেন। এ ঘটনায় তিনি ঝিকরগাছা থানা পুলিশ, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা আওয়ামী লীগকে লিখিতভাবে জানিয়েছেন। তার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় তিনি নিরাপত্তাহীনতায় সংবাদ সম্মেলন করেছেন। তার সঙ্গে পৌরসভার ১১ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। তিনি দাবি করেন, এর আগে তিনি পৌর পরিষদে সভা করেন। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী এ সংবাদ সম্মেলন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল বলেন, ১৫ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে তিনি পৌরসভায় নিজ কার্যালয়ে থাকার সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ কক্ষে ঢুকে সবাইকে বের করে দেন। অফিস কক্ষে ঢোকার মুখে ৭-৮ ক্যাডারকে কক্ষের সামনে দাঁড় করিয়ে রাখেন। এরপর তাকে গালিগালাজ করেন এবং গুলি করে হত্যার হুমকি দেন।
সর্বশেষ পৌর নির্বাচনে আওয়ামী লীগ থেকে তিনি নৌকা প্রতীক নিয়ে ভোটে জয়ী হয়েছেন। কিন্তু মুছা মাহমুদ নৌকার বিপক্ষে অবস্থান নেওয়ার পর থেকে তার সঙ্গে কথাবার্তা বন্ধ রয়েছে। এরই মধ্যে তার অফিসে ঢুকে সরকারি কাজে বাধা ও গুলি করে হত্যার হুমকি দেন বলে মেয়রের দাবি।
হত্যার হুমকির কারণ সম্পর্কে জানতে চাইলে মেয়র বলেন, শহরের সাবেক বোটঘাট এলাকায় পাঁচ শতকের একটি সরকারি সম্পত্তি ডিসিআর না কেটেই মুছা মাহমুদের নেতৃত্বে ব্যক্তিস্বার্থে দখল করে নেওয়া হয়েছে। এতদিন তালাবদ্ধ থাকলেও সেটা খোলা অবস্থায় দেখে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। এর ঘণ্টা খানেক পর এসে মুছা মাহমুদ হত্যার হুমকি দিয়ে যান।
এদিকে, হুমকির বিষয়টি সত্য নয় দাবি করে মুছা মাহমুদ বলেন, ওই জমি আওয়ামী লীগের প্রস্তাবিত অফিসের। যুবলীগ নেতা ইলিয়াস হোসেনসহ কয়েকজন অফিস খুললে পৌর মেয়র সেখানে গিয়ে তাদের গালিগালাজ করেন। সেখানে পৌর মেয়র ব্যক্তিগত অফিস বানাতে চান। এ বিষয় জানতে তিনি পৌরসভায় মেয়রের কার্যালয়ে গিয়েছিলেন। কিন্ত মেয়র পিস্তল বের করে তাকে গুলি করে হত্যার হুমকি দেন। এসব বিষয় উল্লেখ করে তিনি ঘটনার পরদিন ১৬ মার্চ ঝিকরগাছা থানায় জিডি করেন বলে জানান।



গ্রামের কাগজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


সর্বশেষ সংবাদ
সড়ক উন্নয়ন কাজে নয়-ছয়
যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের মিলনমেলা ও পুরস্কার বিতরণ
রোজার আগেই যশোরের ৩৩৩ পরিবারে ঈদের আনন্দ!
প্রাচ্য ক্রীড়া সংঘের দাবা প্রতিযোগিতা
সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়েছে বাংলাদেশ
মৌমাছির কামড়ে বাবা-মেয়ে হাসপাতালে
ঝুমঝুমপুরে কিশোর ছুরিকাহত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চতুর্থবার ফাইনালে কালেক্টরেট স্কুল
আর্জেন্টিনাকে ১৩-৫ গোলে হারিয়ে কোপা জিতল ব্রাজিল
দোলাচল কাটিয়ে কনসার্টে মাতলেন যশোরবাসী
রোজার আগেই যশোরের ৩৩৩ পরিবারে ঈদের আনন্দ!
ঘোপের বিদ্যুতের নামে মামলা
সাড়ে ১৩ লাখ টাকা প্রতারণা মামলার আসামি মুরাদ আটক
বড় বাজারে যৌথ অভিযান
আমাদের পথচলা | কাগজ পরিবার | প্রতিনিধিদের তথ্য | অন-লাইন প্রতিনিধিদের তথ্য | স্মৃতির এ্যালবাম
সম্পাদক ও প্রকাশক : মবিনুল ইসলাম মবিন | সহযোগী সম্পাদক : আঞ্জুমানারা
পোস্ট অফিসপাড়া, যশোর, বাংলাদেশ।
ফোনঃ ০২৪৭৭৭৬২১৮২, ০২৪৭৭৭৬২১৮০, ০২৪৭৭৭৬২১৮১, ০২৪৭৭৭৬২১৮৩ বিজ্ঞাপন : ০২৪৭৭৭৬২১৮৪, ই-মেইল : [email protected], [email protected]
কপিরাইট © গ্রামের কাগজ সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft