প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৭:০১ পিএম |

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপরাইল গ্রাম থেকে নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা সদস্য রহিমা বেগম (৫০) ও তার স্বামী আবুল কাশেম (৫২) কে ৭৭ বোতল ফেনসিডিলসহ কালীগঞ্জ থানা পুলিশ আটক করেছে। ১৭ মার্চ রাত সাড়ে ১০ টার দিকে চাপরাইল গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক ও বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার এসআই কাবিরুল ইসলাম জানান, আবুল কাশেম ও রহিমা বেগম দীর্ঘদিন ওই এলাকায় মাদক কারবারে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে গ্রাহক সেজে তার বাড়িতে গিয়ে অভিযান পরিচালনা এবং সেখান থেকে আমরা ৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করি।