শুক্রবার ২ জুন ২০২৩ ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
                
                
☗ হোম ➤ ইসলামী জাহান
সাবধান! বৃষ্টিকে গালি দেবেন না, এতে মেলে যেসব সওয়াব
কাগজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ২:৫৮ পিএম |
রাব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ রহমত বৃষ্টি। এটি পৃথিবীর প্রাণশক্তি। প্রকৃতিকে ধুয়ে মুছে সাফ করে বিমোহিত রূপে হাজির করে।
আবার সময় মতো বৃষ্টি না হলে চারদিকে হাহাকার পড়ে যায়, বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। বৃষ্টির আগমন তাই স্বস্তির।
পবিত্র কোরআনে বৃষ্টি সম্পর্কে ইরশাদ হয়েছে, ‘তোমরা যে পানি পান কর সে সম্পর্কে কখনো ভেবেছ? তোমরাই কি তা বৃষ্টিভরা মেঘ থেকে বর্ষণ কর, না আমি করি?’ (সূরা: আল ওয়াকিয়া, আয়াত: ৬৮-৬৯)
বৃষ্টির দিনে অনেক কিছু করা যায় না। আবার অনেক কিছু করা যায়। বৃষ্টিতে বের হলে কিংবা ঘরে বসে সহজে তিনটি কাজ করা যায়। যেগুলোর মাধ্যমে বিপুল সওয়াব মেলে।
 (১) মানবিকতা ও সহমর্মিতা: বাদলা দিনে কর্দমাক্ত রাস্তায় পিছলে পড়া অস্বাভাবিক নয়। কাউকে পিছলে পড়তে দেখে আমাদের হাসি পায়। এ হাসি অমানবিক। এতে বিপদগ্রস্ত ব্যক্তি বিপন্ন বোধ করেন। বিপদগ্রস্তের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তার কষ্ট লাঘব করুন।
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘তুমি তোমার কোনো মুসলিম ভাইকে বিপদগ্রস্ত দেখে- আনন্দ প্রকাশ করো না। হতে পারে আল্লাহ তাআলা তাকে অনুগ্রহ করবেন, আর তোমাকে বিপদে ফেলবেন।’ (তিরমিজি, হাদিস : ২৫০৬)
 (২) সাদাকার উপযুক্ত সময়: বৃষ্টির দিনে দুর্ভোগ বাড়ে গরিবের। এ সময় বস্তিবাসী বা নদীভাঙনপ্রবণ এলাকার মানুষের পাশে দাঁড়াতে পারেন। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়তম লোক হলো সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়তম আমল হলো, একজন মুসলিমের হৃদয়কে খুশিতে পরিপূর্ণ করা অথবা তার কোনো কষ্ট দূর করে দেওয়া।’ (ইবনু আবিদ দুনইয়া, কাদাউল হাওয়ায়িজ, হাদিস: ৩৬)
 (৩) ছাতা হোক সহযোগিতার উপলক্ষ: বর্ষায় ছাতা ছাড়া পথে নামলেই দুর্ভোগ। কদাচিৎ ছাতা নিতে ভুলে যায় অনেকে। এ সময় সুযোগ থাকলে আপনার ছাতায় অন্যদের নিয়ে নিন। মানবসেবার এমন সহজ ও সুবর্ণ সুযোগ মিস করবেন না! রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রতিটি ভালো কাজ সাদাকা স্বরূপ।’ (বুখারি, হাদিস : ৬০২১)
সাবধান! বৃষ্টিকে গালি দেবেন না: অতিবৃষ্টিতে নাকাল হয়ে যায় অনেক মানুষের জীবন। রাগের মাথায় বৃষ্টিকে অভিসম্পাত করবেন না। বৃষ্টি যেন আপনার ক্ষতির কারণ না হয় সে জন্য রাসূলের (সা.) শিখিয়ে দেওয়া দোয়াগুলো পড়ুন। দুর্যোগের নিজস্ব কর্মক্ষমতা নেই। আল্লাহর রাসূল (সা.) বলেছেন, ‘তোমরা দুর্যোগকে গালি দিওনা। কারণ, দুর্যোগ আল্লাহরই সিদ্ধান্তে হয়।’ (মুসলিম, হাদিস : ৫৮২৭)



গ্রামের কাগজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


সর্বশেষ সংবাদ
চার দিন পর জীবনযুদ্ধে হেরে গেলেন কাদের গাজী
দলিল থেকেও জমির দখল পাচ্ছেন না চুড়ামনকাটির এক দিনমজুর
মোরেলগঞ্জে জমি দখলে মরিয়া প্রভাবশালীরা
মেধাবী জাতি তৈরিতে দুধের চেয়ে ভালো খাবার আর নেই : ডিসি
কালীগঞ্জের মৃৎশিল্পীরা সরকারি সহযোগিতা চান
হেরোইন মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড
যশোরে বার্মিজ চাকুসহ ৩ কিশোর আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ ১৪ জুনের মধ্যেই আঘাত হানতে পারে
লালদীঘির পাড়ে চাঁদার বিনিময়ে ভ্রাম্যমাণ দোকান
১০ বছর চাঁদা দিলে মিলবে আজীবন পেনশন
দেশের ইতিহাসে সরকার সবচেয়ে বড় নির্বাচনী বাজেট ঘোষণা করবে আজ
দাম কমল এলপিজির
গাওঘরা সরকারি বড় পুকুর নিয়ে উত্তেজনা, তদন্ত দাবি
বারবাজার ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
আমাদের পথচলা | কাগজ পরিবার | প্রতিনিধিদের তথ্য | অন-লাইন প্রতিনিধিদের তথ্য | স্মৃতির এ্যালবাম
সম্পাদক ও প্রকাশক : মবিনুল ইসলাম মবিন | সহযোগী সম্পাদক : আঞ্জুমানারা
পোস্ট অফিসপাড়া, যশোর, বাংলাদেশ।
ফোনঃ ০২৪৭৭৭৬২১৮০, ০২৪৭৭৭৬২১৮১, ০২৪৭৭৭৬২১৮৩ বিজ্ঞাপন : ০২৪৭৭৭৬২১৮৪, ই-মেইল : [email protected], [email protected]
কপিরাইট © গ্রামের কাগজ সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft