প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৬:১৬ পিএম আপডেট: ২০.০৩.২০২৩ ৬:৪৪ পিএম |

পিরোজপুরের নাজিরপুরকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করতে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জীব দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই প্রেস ব্রিফিং-এ উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ই¯্রাফিল হোসেন, দৈনিক যুগান্তর প্রতিনিধি লাহেল মাহমুদ, সমকাল প্রতিনিধি তাওহীদুল ইসলাম, দৈনিক নয়াদিগন্তের সংবাদদাতা আল-আমিন হোসাইন, ইত্তেফাকের অনুপ কুমার সিকদার, পিরোজপুর কন্ঠেরর শেখ মোস্তাফিজুর রহমান লাভলু, আমাদের সময়ের জ্যোতিষ চন্দ্র হালদার, দৈনিক সংবাদের সোহেল খান, নতুন সময়ের মশিউর রহমান, মানবজমিনের মো. হাচান তালুকদার প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, চতুর্থ ধাপে উপজেলার ৩১০ জন ভূমিহীন-গৃহহীনের নামে জমি ও পাকা ঘর বরাদ্দ করা হয়েছে। আগামী ২২ মার্চ ওই সব ঘর হস্তান্তরের মাধ্যমে প্রধান মন্ত্রী নাজিরপুরকে ভূমিহীন মুক্ত ঘোষনা করবেন। এ ছাড়া এর আগে ৮২১ জন ভূমিহীন-গৃহহীনকে জমিসহ পাকা ঘর প্রদান করা হয়েছে।