সবজি চাষ ও ভ্যান চালিয়ে স্বাবলম্বী সামাদ
আল-আমিন হোসাইন, নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা :
প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৭:১৪ পিএম |

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের আ. সামাদ শেখ। পেশায় একজন ভ্যান চালক। নিজের কোন ঘর বা জমি ছিলো না। অত্যন্ত কষ্টে অন্যের ঘরে থাকতেন। সইতে হতো অপমান। কিন্ত এক বছরের মধ্যে সেই যুবক এখন স্বাবলম্বী। ভ্যান চালক আ. সামাদ শেখ জানান, তার কোন জমি বা গৃহ না থাকায় স্ত্রীকে নিয়ে অন্যের ঘরে থাকতো। তাই বিভিন্ন সময় ঘর মালিকের অনেক কথা সইতে হতো। কিন্তু গত বছর ভূমিহীন-গৃহহীনদের নামে বরাদ্দকৃত একটি সরকারী ঘর দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেখানে বসবাসের পাশাপাশি একটি ছোট মুদি দোকান দেই। ওই দোকানটি আমার স্ত্রী পরিচালনা করে এবং কিছু হাঁস-মুরগি পালন করেন। সেখানে থাকা কিছু পতিত জমিতে সবজি চাষ করি এবং নিজে ভ্যান চালাই। আর ওই পতিত জমিতে ভালো সবজিও হয়েছে। ভ্যান চালানোর ফাঁকে ফাঁকে ওই সবজি স্থানীয় বাজারে বিক্রি করি। নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. সঞ্জীব দাশ জানান, ওই দম্পত্তির নিজস্ব কোন ঘর না থাকায় সরকারী ভাবে পাওয়া ঘরটিতে বসবাস করে নিয়মিত পারিশ্রমিক করে শুনেছি তারা আর্থিকভাবে বেশ স্বাবলম্বী হয়েছেন।