প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৯:৩৮ পিএম |

চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের জন্য নিয়ে আসা দুই তরুণী কৌশলে আত্মরক্ষা করতে সক্ষম হয়েছেন। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে তাদের উদ্ধার করা হয়।
মামলার বিবরণে জানা যায়, গত ১ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে নারায়গঞ্জ জেলার রূপগঞ্জ থেকে দুই তরুণীকে নিয়ে আসে পাচারকারীরা। তারা ওই তরুণীদের ঝিনাইদহের মহেশপুরের গোপালপুর সীমান্ত দিয়ে পাচার করে। পরে তাদেরকে ভারতের বাগদা এলাকায় একটি দালালের বাড়িতে রাখা হয়। সেখানে তারা পাচারকারীদের কথাবার্তায় জানতে পারেন যে, তাদেরকে ছয় লাখ টাকায় বিক্রি করে দেয়া হয়েছে। তারা এও জানতে পারেন যে, পাচারকারীরা তাদেরকে মুম্বাইতে নিয়ে যাবে ফের বিক্রির উদ্দেশ্যে। এ কথা জানার পর তারা ওই বাড়ি থেকে পালিয়ে বাগদায় পরিতোষ নামে এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেন। সেখানে কিছুদিন থাকার পর তারা মোবাইলে মায়ের সাথে যোগাযোগ করেন।
পরিবারের লোকজন বিষয়টি রূপগঞ্জ থানাকে জানান। এর ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের সহযোগিতায় ১৮ মার্চ রাতে গোপালপুর সীমান্ত থেকে তাদেরকে উদ্ধার করে পুলিশ।
রূপগঞ্জ থানার এসআই মিজানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম দিকে উচ্চ বেতনে চাকরির পলোভনে পড়ে তারা পাচার হন। এ ব্যাপারে একজনের মা রূপগঞ্জ থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা করেন।
তিনি আরও বলেন, নবী মিয়া নামে মামলার একজন আসামি আটক আছে। অন্যান্য আসামিদের আটকের চেষ্টা চলছে।
মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, তাদের জানিয়েই রূপগঞ্জ থানা পুলিশ ভিকটিমদেরকে উদ্ধার করে নিয়ে গেছে।