প্রকাশ: শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ৭:১১ পিএম |

সম্প্রতি লঙ্কানদের সময়টা একবারে ভালো যাচ্ছে না। নিউজিল্যান্ড সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে হারের পর ওয়ানডে সিরিজেও লজ্জার হার হেরেছে শ্রীলঙ্কা । তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে কিউদের দেওয়া ২৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে, ৭৬ রানে অলআউট হয়ে যায় তারা। ফলে লঙ্কানদের ১৯৮ রানের বিশাল ব্যবধানে হারায় স্বাগতিকরা। এদিকে এই জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।
এদিকে এই হারে শ্রীলঙ্কা ১০০ নীচে রান করে লজ্জার নজির গড়লেন। কারন তাদের মতো খারাপ হাল আর কারও নেই। এর আগে কেনিয়া ২০১৩ সালে আফগানিস্তানের বিপক্ষে দু'বার ৮৯ এবং ৯৩ রানে অলআউট হয়ে গিয়েছিল। শ্রীলঙ্কার হাল অবশ্য আরও খারাপ। এই বছর ভারতের বিপক্ষে তারা ৭৩ রানে অলআউট হয়েছিল। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৬ রানে অলআউট হয়ে যায় তারা।
প্রথমে ব্যাট করে কিউইরা সব উইকেট হারিয়ে ২৭৪ রান তোলে। জবাবে হেনরি শিপলের তোপে মাত্র ৭৬ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। এছাড়া চামিকা করুনারতেœ ১১ ও লাহিরু কুমারা করেন ১০ রান। বাকিদের মধ্যে কেউই দশের ঘরও ছুঁতে পারেননি। বল হাতেনিউজিল্যান্ডের হয়ে শিপলে নেন ৫ উইকেট। ২টি করে উইকেট পান ড্যারেল মিচেল ও ব্লেয়ার তিকনার। রান আউট হন নুয়ানিদু ফার্নান্দো।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৩৬ রান তোলে নিউজিল্যান্ড। ১৪ রান করে ছাদ বৌস আউট হলেও হাফসেঞ্চুরি করেন আরেক ওপেনার ফিন অ্যালেন। উইল ইয়ং ২৬ রান করে আউট হওয়ার পর ৫১ রান তোলে করুনারতেœর শিকার হন অ্যালেন। হাফসেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়েছিলেন ড্যারেল মিচেলও। কিন্তু মাত্র ৩ রান দূরে থাকতে তাকে প্যাভিলিয়নে পাঠান লাহিরু। রাচিন রবীন্দ্র করেন ৪৯ রান। বাকিদের মধ্যে গ্লেন ফিলিপস ৩৯ ও ইশ সোধি করেন ১০ রান।
শ্রীলঙ্কাদের পক্ষে একাই ৪ উইকেট নেন করুনারতেœ। ২টি করে উইকেট পান কাসুন রাজিথা ও লাহিরু কুমারা। একটি করে উইকেট নেন দিলশান মদুশাঙ্কা ও দাসুন শানাকা।