প্রকাশ: শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ৯:৩৪ পিএম |

যশোরের সমাজসেবামূলক প্রতিষ্ঠান সন্দীপন শিশু কিশোর নিকেতনের এতিম শিশুদের মধ্যে নতুন কাপড় বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সন্দীপন শিশু কিশোর নিকেতন কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন আয়োজন করা হয় ইফতার মাহফিলের।
রোটারি ক্লাব যশোর নকশিকাঁথার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি রোটারিয়ান সঞ্জয় সাহা অপু।
প্রধান অতিথি ছিলেন সন্দীপন শিশু কিশোর নিকেতনের সভাপতি অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ সুলতান আহমেদ। বক্তৃতা করেন রোটারি ক্লাব যশোর নকশিকাঁথার পিপি রোটারিয়ান ফজলে রাব্বি মোপাসা, পিপি ইয়াসমিন চৌধুরী কনা, ক্লাব সেক্রেটারি রোকসা সাজ্জাদ পলি, রোটারিয়ান বাদশা বিশ্বাস, ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ, চাটার্ট সেক্রেটারি উজ্জ্বল বিশ্বাস, রফিকুল ইসলাম, পল্লবী ঝুমা, শফিকুল ইসলাম প্রমুখ।