শনিবার ৩ জুন ২০২৩ ২০ জ্যৈষ্ঠ ১৪৩০
                
                
☗ হোম ➤ খেলাধুলা
স্বাধীনতা দিবস টি-টেন
নান্নু-রাজিনের ঝোড়ো ব্যাটিং, তবু লাল দলের কাছে হার সবুজ দলের
ক্রীড়া ডেস্ক :
প্রকাশ: রোববার, ২৬ মার্চ, ২০২৩, ৭:২২ পিএম |
খেলোয়াড়ি জীবনের ইতি ঘটালেও তারা কেউই ক্রিকেটকে ‘বিদায়’ জানাননি। এখনও ক্রিকেটকে ঘিরেই সবার বসবাস। কেউ বোর্ড পরিচালক, কেউবা নির্বাচক, আবার কেউ কেউ কোচ, আম্পায়ার কিংবা ধারাভাষ্যকার।
সাবেক জাতীয় ক্রিকেটাররা আজ স্বাধীনতা দিবসে আবার ব্যাট ও বল হাতে তুলে নিয়েছিলেন। হোম অব ক্রিকেট শেরে বাংলায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন বাংলাদেশ সবুজ আর বাংলাদেশ লাল দলের হয়ে।
তবে আজকের খেলাটি তাদের কাছেও খানিক নতুনত্বের খোরাক। কারণ খেলাটি ছিল ‘টি-টেন’। স্বাধীনতা দিবসের দিন বিকেলে ১০ ওভারে এ প্রদর্শনী ক্রিকেটে শেষ হাসি বাংলাদেশ লাল দলের।
৯৭’র আইসিসি ট্রফি বিজয়ী দলের অধিনায়ক আকরাম খানের নেতৃত্বে বাংলদেশ সবুজ দল নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেটে তুলেছিল ৮৭ রান। ২৪ বলে ৫ বাউন্ডারি আর ১ ছক্কায় দলীয় সর্বোচ্চ ৩৫ রান আসে আবাহনীর এবারের প্রধান সহকারী কোচ রাজিন সালেহর ব্যাট থেকে।
জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু খেলেন ২১ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস। যে ইনিংসে দুটি করে চার-ছক্কা হাঁকান তিনি।
সবুজ দলের দুই ওপেনার আতাহার আলী (৭) ও নাইমুর রহমান দুর্জয় (০) কিছু করতে পারেননি। আশা ভরসার কেন্দ্রবিন্দু মোহাম্মদ রফিক তিন নম্বরে নেমে ৪ বলে ৩ রানে ফিরে গেলে বড়সড় স্কোরের পথ রুদ্ধ হয়ে যায়। রাজিন ও নান্নু চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৫৫ রান তুলে দলকে ৮০’র ঘরে পৌঁছে দেন। তবে তা যথেষ্ট ছিল না।
নান্নু-রাজিনের ঝোড়ো ব্যাটিং, তবু লাল দলের কাছে হার সবুজ দলের
তুলনামূলক কম বয়সী ক্রিকেটারে গড়া লাল দলের তরুণরা ৫ উইকেট হাতে রেখে ৩ বল আগে ওই রান টপকে যান। বল হাতে ১১ রানে ২ উইকেট দখল করা তালহা জুবায়ের নিচের দিকে ২২ বলে ১৯ রানের হার না মানা ইনিংস উপহার দিয়ে দলকে জিতিয়ে হয়েছেন ম্যাচসেরা। এছাড়া এহসানুল হক সিজান ১৮ ও আব্দুর রাজ্জাক ১৯ রানের দুটি ইনিংস খেলে দল জেতাতে ভূমিকা রাখেন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ সবুজ দল: ১০ ওভারে ৮৭/৩ (আতাহার আলী ৭, নাইমুর রহমান দুর্জয় ০, মোহাম্মদ রফিক ৪, রাজিন সালেহ অপরাজিত ৩৫, মিনহাজুল আবেদিন নান্নু অপরাজিত ৩১; তালহা জুবয়ের ২/১১, মোর্শেদ আলী খান সুমন ১/১২)
বাংলাদেশ লাল দল: ৯.৩ ওভারে ৮৮/৫ (মেহরাব হোসেন অপি ০, জাভেদ ওমর বেলিম ৩, তুষার ইমরান ৪, এহসানুল হক সিজান ১৮, হাসানুজ্জামান অপরাজিত ১০, আব্দুর রাজ্জাক ১৯, তালহা জুবায়ের অপরাজিত ১৯; মোহাম্মদ রফিক ২/১৪, হাসিবুল হোসেন শান্ত ১/২৪, নাজমুল ১/১৩, খালেদ মাহমুদ ১/২১)
ফল: বাংলাদেশ লাল দল ৫ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: তালহা জুবায়ের।


গ্রামের কাগজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


সর্বশেষ সংবাদ
ডেঙ্গুর আক্রমণ, আপাতত শঙ্কামুক্ত যশোর
ডেঙ্গুর আক্রমণ'
প্রতীক পেয়েই প্রচারে প্রার্থীরা
বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা ভালো আছি : বাণিজ্যমন্ত্রী
দেশে করোনায় মৃত্যু ২জন, শনাক্ত ৮৯
ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ রোগী হাসপাতালে ভর্তি
বন্ধের পথে জলবিদ্যুৎ প্রকল্প, শুকিয়ে যাচ্ছে কাপ্তাই হ্রদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ ১৪ জুনের মধ্যেই আঘাত হানতে পারে
লালদীঘির পাড়ে চাঁদার বিনিময়ে ভ্রাম্যমাণ দোকান
১০ বছর চাঁদা দিলে মিলবে আজীবন পেনশন
ধূমপান ছাড়ার কিছু সহজ পদ্ধতি
গাওঘরা সরকারি বড় পুকুর নিয়ে উত্তেজনা, তদন্ত দাবি
দাম কমল এলপিজির
দোকানীকে মারপিট : পুলিশ সদস্যসহ অবরুদ্ধ দু'জন
আমাদের পথচলা | কাগজ পরিবার | প্রতিনিধিদের তথ্য | অন-লাইন প্রতিনিধিদের তথ্য | স্মৃতির এ্যালবাম
সম্পাদক ও প্রকাশক : মবিনুল ইসলাম মবিন | সহযোগী সম্পাদক : আঞ্জুমানারা
পোস্ট অফিসপাড়া, যশোর, বাংলাদেশ।
ফোনঃ ০২৪৭৭৭৬২১৮০, ০২৪৭৭৭৬২১৮১, ০২৪৭৭৭৬২১৮৩ বিজ্ঞাপন : ০২৪৭৭৭৬২১৮৪, ই-মেইল : [email protected], [email protected]
কপিরাইট © গ্রামের কাগজ সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft