প্রকাশ: সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ৩:৪২ পিএম |

সাতক্ষীরার শ্যামনগরে চকলেটের লোভ দেখিয়ে দোকানের মধ্যে ঢেকে নিয়ে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে রবিউল ইসলাম (২৫) নামে এক চায়ের দোকানদারের বিরুদ্ধে।
সোমবার (২৭ মার্চ) সকালে উপজেলার নূরনগর বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, স্থানীয় এক শিশু সকালে পড়াশোনা শেষে মক্তব থেকে বাড়িতে ফেরার পথে রবিউলের চায়ের দোকানের সামনে গেলে তিনি ওই শিশুকে চকলেটের লোভ দেখিয়ে কৌশলে দোকানের মধ্যে ডেকে নিয়ে যান। এ সময় তাকে ধর্ষণের চেষ্টা করেন রবিউল। পরে ওই শিশুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দোকান রেখেই কৌশলে পালিয়ে যান রবিউল।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।