প্রকাশ: সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ৯:১০ পিএম |

যশোরের চৌগাছায় রোপা আউশ ও পাট ফসলের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ৪৭শ’ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান ড. এম মোস্তানিছুর রহমান। অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হুসাইন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।
এ সময় উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, আমিরুল ইসলাম, তাপস কুমার ঘোষ, বাদশা ফয়সাল, মাহবুবুর রহমান, তানভীর হাসান, বিশ্বজিৎ রায়, সাইফুল ইসলামসহ শতাধিক কৃষক ও খেঁজুর গাছ চাষী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা কৃষকদের মাঝে পাট, ধানের বীজ ও সার বিতরণ করেন।
কৃষি অফিস সূত্র জানিয়েছে এই মৌসুমে মোট ৪৭শ’ কৃষকের মাঝে পর্যায়ক্রমে বীজ সার বিতরণ করা হবে। এর মধ্যে ১৮শ’ পাট চাষীর মাঝে পাটের বীজ, ২৯শ’ কৃষকের মাঝে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি করে এমওপি এবং ডিএপি সার বিতরণ করা হবে।