প্রকাশ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ১২:৩৬ পিএম |

জার্মানিতে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মুখে গণপরিবহণ খাতে কয়েক দশকের মধ্যে দেশটিতে সবচেয়ে বড় বিক্ষোভের ঘটনা ঘটেছে।
সোমবার দেশটিতে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ ও ধর্মঘটে দেশটির বিমান, রেল ও বাস সেবা বন্ধ হয়ে যায়। শ্রমিক ইউনিয়নগুলোর ডাকা এ শ্রমিক ধর্মঘটে স্থবির হয়ে পড়ে গোটা জার্মানি।
ভেরদি ট্রেড ইউনিয়ন এবং রেলওয়ে ও পরিবহন ইউনিয়ন ইভিজির ডাকা একদিনের ধর্মঘটের কারণে এ পরিস্থিতির তৈরি হয়।
ভেরদি ইউনিয়ন জার্মানির সরকারি খাতের প্রায় ২৫ লাখ কর্মীর পক্ষ হয়ে মজুরি বৃদ্ধির আন্দোলনে মধ্যস্থতা করছে, এদের মধ্যে সরকারি গণপরিবহন ও বিমানবন্দরগুলোও রয়েছে। আর রেলওয়ে ও পরিবহন ইউনিয়ন ইভিজি বাস কোম্পানিগুলোর প্রায় ২ লাখ ৩০ হাজার কর্মীর পক্ষ হয়ে মধ্যস্থতা করছে।
খাদ্য ও জ্বালানির উচ্চ মূল্যের কারণে জীবনযাত্রার মান ধরে রাখা কঠিন হয়ে পড়েছে জার্মানিতেও। কিন্তু রাষ্ট্রীয় ও বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠানগুলো মজুরি বৃদ্ধির দাবি মানতে নারাজ।
ভেরদির দাবি, মাসিক বেতন সাড়ে ১০ শতাংশ বাড়ানো হোক। ইভিজির দাবি, ১২ শতাংশ মাসিক বেতন বাড়ানো হোক।
যদিও মালিকপক্ষ শ্রমিক প্রতিনিধিদের মজুরি বাড়ানোর দাবিতে উসকানির অভিযোগ তুলেছেন। তাঁদের ভাষ্য, এতে মূল্যস্ফীতি আরও বাড়বে।
গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ বাহিনীর হামলা শুরুর পর বিশ্বের অনেক দেশের মতোই জার্মানিও উচ্চ মূল্যস্ফীতির মুখে পড়েছে। গত ফেব্রুয়ারি মাসে দেশটির মূল্যস্ফীতি দাঁড়ায় ৮ দশমিক ৭ শতাংশে।