শুক্রবার ২ জুন ২০২৩ ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
                
                
☗ হোম ➤ খেলাধুলা
আবাহনীর সামনে দাঁড়াতেই পারলো না লিজেন্ডস অব রুপগঞ্জ
ক্রীড়া ডেস্ক :
প্রকাশ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ৩:৩৫ পিএম |
সাইফউদ্দীনের মাপা ও কার্যকর পেস বোলিং, দুই বাঁ-হাতি স্পিনার তানভির ইসলাম ও রাকিবুলের ব্যাকআপ এবং দুই ওপেনার এনামুল হক বিজয় ও নাইম শেখের ধারাবাহিকভাবে ভাল খেলা, নিয়মিত রান করা- এ যেন রীতিমত নিয়মে পরিণত হয়েছে। আর তারই ফলশ্রুতিতে এগিয়ে চলেছে আবাহনীর জয়রথ।
আজ মঙ্গলবার নিজেদের পঞ্চম জয়টি তুলে আকাশী হলুদরা এখনো কক্ষপথেই আছে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে রুপগঞ্জ টাইগার্সকে অনায়াসে ১০ উইকেটে হারিয়ে সুপার লিগের পথে আরও একধাপ এগিয়ে গেল মোসাদ্দেকের দল।
মুমিনুল ছন্দে আছেন। আগের ৪ ম্যাচের তিনটিতে ফিফটি হাঁকিয়েছেন। অভিজ্ঞ নাইম ইসলাম, আর তরুণ টপ অর্ডার ইমরানুজ্জামানও ফর্মে আছেন। সব মিলিয়ে প্রতিপক্ষ হিসেবে রূপগঞ্জ টাইগার্সকে কঠিন বলেই মনে হচ্ছিল।
কিন্তু মাঠের লড়াইয়ে রূপগঞ্জ টাইগার্স হালে পানি পায়নি। আবাহনীর ৪ বোলার তানভির (৩/৩৫), সাইফউদ্দীন (২/১৭), তানজিম সাকিব (২/১৮) ও রাকিবুল (২/৩৯) এর বোলিং তোড়ে রূপগঞ্জ টাইগার্সের ব্যাটাররা দাঁড়াতেই পারেননি। মাত্র ১২৭ রানেই অলআউট হয়েছে রুপগঞ্জ টাইগার্স।
এ ছোট্ট রান টপকাতে একদমই বেগ পেতে হয়নি আবাহনীকে। ফর্মে থাকা দুই ওপেনার এনামুল হক বিজয় আর নাইম শেখ অনায়াসে হেসে খেলে মাত্র ১৯.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যান। বিজয় ৬৩ বলে ৮০ রানে থাকেন নটআউট। আর বাঁ-হাতি নাইম শেখের ব্যাট অপরাজিত থাকে ৫২ বলে ৪৩ রানে।
রূপগঞ্জ টাইগার্স: ১২৭/১০, ৩৭.২ ওভার (ইমতিয়াজ তান্না ১, ইমরানুজ্জামান ১৬, মুমিনুল ১৩, নাইম ইসলাম ৩৩, অঙ্কিত ২১, আলাউদ্দীন বাবু ১৯, তানভির ৩/৩৫, সাইফউদ্দীন ২/১৭, তানজিম সাকিব ২/১৮ , রাকিবুল ২/৩৯, নাহিদুল ১/১৭)।
আবাহনী: ১৩১/০, ১৯.১ ওভার (এনামুল বিজয় ৮০*, নাইম শেখ ৪৩*)।
ফল: আবাহনী ১০ উইকেটে জয়ী।



গ্রামের কাগজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


সর্বশেষ সংবাদ
চার দিন পর জীবনযুদ্ধে হেরে গেলেন কাদের গাজী
দলিল থেকেও জমির দখল পাচ্ছেন না চুড়ামনকাটির এক দিনমজুর
মোরেলগঞ্জে জমি দখলে মরিয়া প্রভাবশালীরা
মেধাবী জাতি তৈরিতে দুধের চেয়ে ভালো খাবার আর নেই : ডিসি
কালীগঞ্জের মৃৎশিল্পীরা সরকারি সহযোগিতা চান
হেরোইন মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড
যশোরে বার্মিজ চাকুসহ ৩ কিশোর আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ ১৪ জুনের মধ্যেই আঘাত হানতে পারে
লালদীঘির পাড়ে চাঁদার বিনিময়ে ভ্রাম্যমাণ দোকান
১০ বছর চাঁদা দিলে মিলবে আজীবন পেনশন
দেশের ইতিহাসে সরকার সবচেয়ে বড় নির্বাচনী বাজেট ঘোষণা করবে আজ
দাম কমল এলপিজির
গাওঘরা সরকারি বড় পুকুর নিয়ে উত্তেজনা, তদন্ত দাবি
বারবাজার ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
আমাদের পথচলা | কাগজ পরিবার | প্রতিনিধিদের তথ্য | অন-লাইন প্রতিনিধিদের তথ্য | স্মৃতির এ্যালবাম
সম্পাদক ও প্রকাশক : মবিনুল ইসলাম মবিন | সহযোগী সম্পাদক : আঞ্জুমানারা
পোস্ট অফিসপাড়া, যশোর, বাংলাদেশ।
ফোনঃ ০২৪৭৭৭৬২১৮০, ০২৪৭৭৭৬২১৮১, ০২৪৭৭৭৬২১৮৩ বিজ্ঞাপন : ০২৪৭৭৭৬২১৮৪, ই-মেইল : [email protected], [email protected]
কপিরাইট © গ্রামের কাগজ সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft