শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৪ আশ্বিন ১৪৩০
                
                
☗ হোম ➤ খেলাধুলা
পাঠান এবং বাঙালিদের প্রশংসা করলেন শোয়েব
ক্রীড়া ডেস্ক :
প্রকাশ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ৩:৩৯ পিএম |
টি-টোয়েন্টিতে এর আগে কখনও আফগানিস্তানের কাছে হারেনি পাকিস্তান। অথচ এবার আফগানদের বিপক্ষে খেলতে গিয়ে শুধু পরাজয়ই নয়, সিরিজও খুইয়েছে পাকিস্তান। শারজায় অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজ আফগানিস্তান জিতে নিয়েছে ২-১ ব্যবধানে।
আফগানিস্তানের কাছে এমন পরাজয়ের পর দারুণ ক্ষিপ্ত হয়েছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটাররা। বিশেষ করে শোয়েব আখতার। সেখানে পাকিস্তানের এমন পরাজয়ের সমালোচনা করতে গিয়ে প্রশংসা করলেন পাঠান এবং বাঙালিদের।
পিন্ডি এক্সপ্রেসের মতে, পাঠান এবং বাঙালিদের যে ক্ষমতা, যে শক্তি, তা যদি সঠিক উপায়ে চাল না করা যেত, তাহলে এই দুই জাতি বিশ্বসেরা হত।
২০২২ সালের এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে মাত্র ১ উইকেটে জয় পেয়েছিল পাকিস্তান। হাড্ডাহাড্ডি সেই ম্যাচের পরে গ্যালারিতে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন দুই দেশের সমর্থকরা। শেষ মুহূর্তে ম্যাচ হাতছাড়া হওয়ার সেই জ্বালা বুকে নিয়েই দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে নেমেছিলেন রশিদ খানরা। শারজায় শেষ পর্যন্ত সেই পরাজয়ের প্রতিশোধ তুললো আফগানরা।
নিজ দেশের সমালোচনা করলেও শোয়েব আখতার একই সেঙ্গ আফগানদের সাফল্যেও দারুন খুশি। উচ্ছ্বসিত প্রশংসা করেছেন আফগানদের। শুধু তাই নয়, তিনি আশা করছেন ভারতে অনুষ্ঠিতব্য আগামী ওয়ানডে বিশ্বকাপেও ভালো খেলবে রশিদ খানরা।
শোয়েব আখতার বলেন, ‘আমি খুবই খুশি। পাঠান ও বাঙালিরা যদি নিজেদের ক্ষমতা সঠিক উপায়ে প্রয়োগ করে তাহলে তারা বিশ্বের সেরা জাতি হতে পারে। কারণ এই দুটি জাতির মধ্যে কিছু করে দেখানোর জেদ রয়েছে, রয়েছে ইচ্ছাশক্তি, রয়েছে রক্তের তেজ। এই তেজ ও ইচ্ছাশক্তিকে যদি ইতিবাচক উপায়ে সঠিক পথে ব্যবহার করা হয়, তাহলে বিশ্বসেরা হতেই পারে। আমার পাঠান ভাইরা (আফগানিস্তান) জিতেছে, এতে আমি দারুণ খুশি।’
শোয়েব আখতার আফগান স্পিনারদেরও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘আফগানিস্তান দারুণ শক্তিশালী দল। ওদের স্পিনাররা দুর্দান্ত। মোহাম্মদ নবি ভাল বোলিং করেছে। ওদের প্রতিটি স্পিনারই রহস্য স্পিনার। এই মিস্ট্রি স্পিনারদের নিয়ে আফগানিস্তান বিশ্বকাপের অন্যতম সেরা দল হবে।’


গ্রামের কাগজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


সর্বশেষ সংবাদ
নওগাঁয় নদী ভাঙনে ভয়াবহ বন্যা, পানিবন্দি হাজার হাজার মানুষ
চলে গেলেন বাংলাদেশের সাবেক কোচ জর্জ কোটান
দেশে ডেঙ্গু টিকার সফল গবেষণা
বাউফলে পবিত্র ঈদ-মিলাদুন্নবী পালিত
বাগমারায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে রাজশাহী জেলা প্রশাসক
শেখ হাসিনার জন্মদিনে বাউফলে ৭৭ জন হাফেজকে সম্মাননা
শেখ হাসিনা মানেই উন্নয়ন : রাবি উপাচার্য
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দাফনের ৫ দিন পর গৃহবধূকে জীবিত উদ্ধার
ভাতুড়িয়ায় দু’ভাইয়ের বিরুদ্ধে প্রায় কোটি টাকা আত্মসাতের মামলা
যশোরে ভয়ঙ্কর দুর্ঘটনার শঙ্কা
দারোগা আশীষ সাহার বিরুদ্ধে ৮০ লাখ টাকা অনৈতিক লেনদেনের অভিযোগে সংবাদ সম্মেলন
রেলস্টেশনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যবিপ্রবি শিক্ষার্থী জখম
অর্ধকোটি টাকা নিয়োগ বাণিজ্যের ভয়েসকল ফাঁস
মাসুদ হত্যা মামলার তিন আসামি রিমান্ডে
আমাদের পথচলা | কাগজ পরিবার | প্রতিনিধিদের তথ্য | অন-লাইন প্রতিনিধিদের তথ্য | স্মৃতির এ্যালবাম
সম্পাদক ও প্রকাশক : মবিনুল ইসলাম মবিন | সহযোগী সম্পাদক : আঞ্জুমানারা
পোস্ট অফিসপাড়া, যশোর, বাংলাদেশ।
ফোনঃ ০২৪৭৭৭৬২১৮০, ০২৪৭৭৭৬২১৮১, ০২৪৭৭৭৬২১৮৩ বিজ্ঞাপন : ০২৪৭৭৭৬২১৮৪, ই-মেইল : [email protected], [email protected]
কপিরাইট © গ্রামের কাগজ সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft