প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১০:০৮ পিএম |

যশোরের বাঘারপাড়ায় গ্রাহক সেবায় পল্লী বিদ্যুতের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার শালবরাট গ্রামের সোনার বাংলা স্পোটিং ক্লাবের সামনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে বক্তারা বলেন, পল্লী বিদ্যুৎ সমিতি মুজিব বর্ষের বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। মুজিব বর্ষকে পল্লী বিদ্যুতের সেবাবর্ষ হিসেবে ঘোষণা করা হয়।
এসময় লোডশেডিং এড়াতে রাত ১১টার পরে কৃষকদের সেচযন্ত্র পরিচালনা করার পরামর্শ দেওয়া হয়। এছাড়াও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, দ্রুত সংযোগ নিশ্চিত ও গ্রাহকদের হয়রানী নিরসনে আলোর ফেরিওয়ালা কর্মসূচি অব্যাহত রাখা হবে। বৈঠকে উপস্থিত গ্রাহকদের বিদ্যুৎ চুরি, অবৈধ লাইন, দুর্নীতি, দালাল প্রতিরোধ এবং লাইনের আশপাশে গাছ ও ডালপালা কাটায় গ্রাহকদের সহযোগিতা চাওয়া হয় এবং গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন অভিযোগ ও পরামর্শ গ্রহণ করা হয়। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে আলোর গেরিলা টিম সার্বক্ষণিক কাজ করছে। ঝড় বৃষ্টিতে গ্রাহকদের দ্রুত বিদ্যুৎ পৌঁছে দেবে আলোর গেরিলা টিম। এসময় বিদুৎ অপচয় না করার জন্য গ্রাহকদের কাছে দাবি জানানো হয়।
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বাঘারপাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ আব্দুর রহমানের তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সহকারী ইঞ্জিনিয়ার শেখ গোলাম আযম, ওয়ারিং ইন্সপেক্টর ফখরুল ইসলাম, সোনার বাংলা স্পোটিং ক্লাবের সহসভাপতি ইমরান নাজির প্রমুখ।