বৃহস্পতিবার ৮ জুন ২০২৩ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
                
                
☗ হোম ➤ দক্ষিণ-পশ্চিমাঞ্চল
কালীগঞ্জে তৈরি হয় নকল দুধের ছানা, বেপরোয়া কারিগররা
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ৭:১৪ পিএম |
ঝিনাইদহের কালীগঞ্জে যত্রতত্র গড়ে উঠেছে অবৈধ ছানা তৈরির কারখানা। পবিত্র রমজান মাস ও ঈদকে কেন্দ্র করে মিষ্টি জাতীয় খাবার তৈরি হয় এসব ছানা দিয়ে।
খোঁজ নিয়ে দেখা গেছে, উপজেলার গাজীর বাজার সংলগ্ন শুধু রাকড়া গ্রামে অনুমোদনহীন এসব কারখানার অস্বাস্থ্যকর পরিবেশে নিয়মিত ছানা তৈরি করে বাজারজাত করা হচ্ছে। আসছে ঈদ উপলক্ষে মিষ্টি জাতীয় খাদ্যের চাহিদা বেশি হওয়ায় এসব কারিগররা বেপরোয়া হয়ে উঠেছে। আসল দুধের পরিমাণ কম দিয়ে গুঁড়ো দুধ এবং বিষাক্ত কেমিক্যাল দিয়ে তৈরি করা হচ্ছে ঘি, ছানা ও এক প্রকার আঠা। এমনকি গরুর গোয়ালের মতো নোংরা পরিবেশে তৈরি এসব ছানা যাচ্ছে ঝিনাইদহ, কালীগঞ্জ, মাগুরা ও যশোরসহ আশপাশের নামি দামি মিষ্টির হোটেলগুলোতে। ওই এলাকায় দেদারছে চলছে অবৈধ ৫ থেকে ৬টি কারখানা। যেগুলো প্রতিদিনই উৎপাদন করছে অস্বাস্থ্যকর ছানা ও মিষ্ট জাতীয় জিনিসি।
রাকড়া গ্রামের গোবিন্দ ঘোষের কারখানায় গিয়ে দেখা যায়, বাড়ির গোয়াল ঘরে তার কারখানাটিতে অনুমোদনহীন গুঁড়ো দুধ দিয়ে চলছে ছানা তৈরির কাজ। গোয়াল ঘরের চালে ঝুলছে অপরিষ্কার কাপড়ে মোড়ানো ছানা।
গোবিন্দ ঘোষের বাড়ির পাশেই তার ভাই জয়দেব ঘোষ বাড়ির গোয়াল ঘরে গড়ে তুলেছে মিনি ছানা তৈরির কারখানা। তিনি দাবি করেন, গুঁড়ো দুধ দিয়ে ছানা তৈরি করেন না। স্থানীয় ঘোষদের নিকট থেকে দুধ সংগ্রহ করে সেই দুধ দিয়ে ছানা তৈরি করেন।
একই গ্রামের বাবলু ঘোষের কারখানায় গিয়ে দেখা মেলে গুঁড়ো দুধ এবং ছানা তৈরির বিষাক্ত কেমিক্যালের অস্তিত্ব। তিনি বলেন, সব সময় গুঁড়ো দুধ ব্যবহার করা হয় না। আমন নামের এক প্রকার ১ কেজি গুঁড়ো দুধের সাথে ১ কেজি আসল দুধ দিয়ে ২ কেজি ছানা তৈরি করা যায়। এতে ভালো মুনাফা পাওয়া যায়।
তিনি আরও বলেন, গাভীর দুধ দিয়ে এক কেজি ছানা তৈরি করতে ন্যূনতম ৫ কেজি দুধের প্রয়োজন হয়। এতে মুনাফা কম হয়।
গাজীর বাজারে আরেকটি বড়সড় কারখানার মালিক সত্যজিৎ ঘোষের বিরুদ্ধে অভিযোগ তার বাড়ির গোয়ল ঘরে ছানা তৈরির কারখানা স্থাপন রয়েছে। যে কারখানায় দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে, মশা, মাছির, গরুর মল, মূত্রের মধ্যে এবং নোংরা পানি দিয়েই ছানা তৈরি করে এই অঞ্চলের নামি দামি মিষ্টির হোটেলে বিক্রি করে আসছেন।
এ সময় তাকে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার সম্পর্কে প্রশ্ন করা হলে কোনো সদুত্তর পাওয়া যায়নি। তিনি মাথা নিচু করে থাকেন।
কোলাবাজারের মাইধরপুর রোড়ের পাশে বনের ভেতরে আরেকটি অবৈধ ছানা তৈরির কারখানার সন্ধান মেলে। কারাখানাটি ৪/৫ বছর আগে স্থাপন করেন মাগুরা জেলার বাঘাট এলাকার রিপন ঘোষ।
তার কারখানায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ছানা তৈরির দুধ মশা-মাছিতে ভরে আছে। ময়লা পানির ভেতর ছানা ভিজিয়ে রাখা হয়েছে। যে পানি দিয়ে অতিরিক্ত দুর্গন্ধ বের হচ্ছে। তিনিও বিষাক্ত কেমিক্যাল ও আসল দুধের পরিমাণ কম দিয়ে অধিকাংশ গুঁড়ো দুধ দিয়ে নোংরা পরিবেশে তৈরি করছেন ছানা, ঘি এবং এক প্রকার আঠা। যে আঠা তৈরির কোনো অনুমোদন নেই। এই আঠা ঢাকাসহ বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকেন। এসব কারখানার মালিকরা বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি।  
কোলা ইউনিয়নের চেয়ারম্যান আলা উদ্দিন-আল-আজাদ বলেন, কারখানাগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর উপাদান ব্যবহার করে ছানা তৈরি করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। গুঁড়ো দুধ দিয়ে ছানা তৈরি, অস্বাস্থ্যকর ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করলে এগুলো বন্ধ করে দেওয়ার জন্য যে সহযোগিতা লাগে আমি করবো।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান বলেন, অনুমোদনহীন, নোংরা পরিবেশে, গুঁড়ো দুধ এবং বিষাক্ত কেমিক্যাল দিয়ে ছানা তৈরির কারখানাগুলোর বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।



গ্রামের কাগজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


সর্বশেষ সংবাদ
অভিনেত্রী শিল্পা শেঠীর জন্মদিন আজ
পানি সংকটে পৌরবাসী
বড় ভাইকে হত্যার চেষ্টায় ছোট ভাই আটক
অস্ত্র গুলি ইয়াবাসহ চারজন আটক
জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত
খুলনায় খালেকের নির্বাচনী প্রচারে যোগ দিলেন স্বাচিপ নেতৃবৃন্দ
যশোরে ঐতিহাসিক ৬ দফা দিবস উদযাপিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অন্যদের দিয়ে উত্তরপত্র মূল্যায়ন
যশোরে স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ
কালীগঞ্জে আগুনে ঘরবাড়ি পুড়ে ৪ পরিবার নিঃস্ব
পেথিডিন ইনজেকশনসহ ফার্মেসি মালিক আটক
কয়লা সংকট, তেলে উৎপাদন হবে বিদ্যুৎ
শুরু হচ্ছে পাইলট প্রকল্প
সেই আরতী রানীর বহিস্কারাদেশ প্রত্যাহার, সমালোচনার ঝড়
আমাদের পথচলা | কাগজ পরিবার | প্রতিনিধিদের তথ্য | অন-লাইন প্রতিনিধিদের তথ্য | স্মৃতির এ্যালবাম
সম্পাদক ও প্রকাশক : মবিনুল ইসলাম মবিন | সহযোগী সম্পাদক : আঞ্জুমানারা
পোস্ট অফিসপাড়া, যশোর, বাংলাদেশ।
ফোনঃ ০২৪৭৭৭৬২১৮০, ০২৪৭৭৭৬২১৮১, ০২৪৭৭৭৬২১৮৩ বিজ্ঞাপন : ০২৪৭৭৭৬২১৮৪, ই-মেইল : [email protected], [email protected]
কপিরাইট © গ্রামের কাগজ সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft