প্রকাশ: রোববার, ২ এপ্রিল, ২০২৩, ২:২৭ পিএম |

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ডাকাতের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় সেখানে বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা চালানো হয়।
স্থানীয় সময় শনিবার (০১ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশির নাম সোহাগ। তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ীতে।
জানা গেছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেশটির জোহানেসবার্গ টাউনে অবস্থিত নোয়াখালী সুপার মার্কেটে হঠাৎ করে ঢুকে পড়ে একদল ডাকাত। এ সময় নিরাপত্তাকর্মীরা এক ডাকাতকে ধরে ফেলেন। কিন্তু এরপরই এলোপাতাড়ি গুলি চালায় ওই দলের অন্য সদস্যরা। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন সোহাগ। তিনি ওই মার্কেটের একটি দোকানে কাজ করতেন।
খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সোহাগের লাশ পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।