বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২ আশ্বিন ১৪৩০
                
                
☗ হোম ➤ সম্পাদকীয়
রাজমুকুট পরলেন চার্লস
প্রকাশ: রোববার, ৭ মে, ২০২৩, ৮:১৮ পিএম |
ধর্মীয় আচার এবং ব্রিটিশ নিয়ম মেনে শনিবার লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবিতে অভ্যাগত ও রাজপারিষদদের সামনে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের মাথায় উঠেছে রাজমুকুট। এক হাজার বছর ধরে ব্রিটেনে রাজ্যাভিষেকের জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠান আয়োজন হয়ে যাচ্ছে এবং গত সাত দশকের মধ্যে একজন ব্রিটিশের জীবনে এটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। জীবনের বেশিরভাগ সময় ব্রিটেনের রাজমুকুটের উত্তরাধিকারী হিসেবে কাটিয়ে দিয়েছেন চার্লস। রাজমুকুটের জন্য তিনি দীর্ঘ ৭০ বছর অপেক্ষা করেছেন। এতটা দীর্ঘসময় আর কোনো যুবরাজকে অপেক্ষা করতে হয়নি। ৭৪ বছর বয়সের চার্লসই ব্রিটিশ সিংহাসনে বসা সবচেয়ে বয়স্ক রাজা।
রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার জমকালো এই অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা পার্কারকে মুকুট পরানো হয়। ওয়েস্টমিনস্টার অ্যাবিতে ব্রিটিশ রাজার রাজ্যাভিষেক অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীও ছিলেন বলে বাসস জানিয়েছে। তিনি এই নতুন রাজাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অনুষ্ঠানে আয়ারল্যান্ড, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, জাপান, হাঙ্গেরি ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন। শেখ হাসিনা এর আগে রাষ্ট্র ও সরকার প্রধান এবং বিদেশি প্রতিনিধিদের জন্য রাজা তৃতীয় চার্লসের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রী শুক্রবার বিকেলে কমনওয়েলথ দেশগুলোর নেতাদের দ্বিবার্ষিক সম্মেলনের যোগদানের পাশাপাশি কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকেও যোগ দেন। লন্ডনের কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দেন। এ সময় কমনওয়েলথ প্রধান রাজা তৃতীয় চার্লসের সঙ্গে কমনওয়েলথ সরকার প্রধানদের মতবিনিময় অনুষ্ঠিত হয়।
তবে এবার ব্রিটেনের নতুন কোনো রাজার অভিষেক অনুষ্ঠানে নতুন ঘটনা ঘটেছে। ব্রিটেনের সংবিধানে এই রাজা-রানীর শাসনের অবসান চেয়েছেন সেদেশের নাগরিকরা। রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠানের মধ্যে রাজতন্ত্রবিরোধী বিক্ষোভ হয়েছে লন্ডনে। শনিবার সকালে ব্রিটেনে প্রজাতন্ত্রের পক্ষে বিক্ষোভ থেকে কয়েকডজন ব্যক্তিকে গ্রেপ্তার করে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। রাজতন্ত্রবিরোধী এসব ব্যক্তিরা ‘নট মাই কিং’ প্ল্যাকার্ড হাতে রাস্তায় নামেন, সেগুলোও জব্দ করে নিয়ে যায় পুলিশ। ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ান জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে ‘রিপাবলিক’ ক্যাম্পেইনের প্রধান নির্বাহী গ্রাহাম স্মিথও রয়েছেন। ট্রাফালগার স্কয়ারে বিক্ষোভের মূল জায়গায় অন্য বিক্ষোভকারীদের জন্য পানীয় ও প্ল্যাকার্ড সংগ্রহ করার সময় তাকে গ্রেপ্তার করা হয়। রাজতন্ত্রবিরোধী বিক্ষোভ থেকে ডজনখানেক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। আগামীতে ব্রিটেনের রাজনীতি কেমন হবে তা আগামীই বলতে পারবে। 


গ্রামের কাগজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


সর্বশেষ সংবাদ
রেলস্টেশনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যবিপ্রবি শিক্ষার্থী জখম
বিশ্বকাপ দলে না থাকার গভীর ষড়যন্ত্রের কথা জানালেন তামিম
সিন্ডিকেটের কারণে আলুর দাম বৃদ্ধি : নিয়ন্ত্রণের চেষ্টা চলছে : কৃষিমন্ত্রী
ভিসানীতি আমেরিকার নিজস্ব ব্যাপার : স্বরাষ্ট্রমন্ত্রী
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
বাবা হত্যা মামলায় জেলে ছিলেন ৩ বছর, ছাড়া পেয়েই স্ত্রীকে হত্যা
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
যশোরে অস্ত্র ও ইয়াবাসহ শংকরপুরের ৪ ছিনতাইকারী আটক
ভাতুড়িয়ায় দু’ভাইয়ের বিরুদ্ধে প্রায় কোটি টাকা আত্মসাতের মামলা
দাফনের ৫ দিন পর গৃহবধূকে জীবিত উদ্ধার
যশোরে ভয়ঙ্কর দুর্ঘটনার শঙ্কা
যশোরের চার জনসহ ৫০ বিচারক প্রশিক্ষণে ভারতে যাচ্ছেন
দেশকে ধ্বংস করতে মরিয়া বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাসীরা
মাসুদ হত্যা মামলার তিন আসামি রিমান্ডে
আমাদের পথচলা | কাগজ পরিবার | প্রতিনিধিদের তথ্য | অন-লাইন প্রতিনিধিদের তথ্য | স্মৃতির এ্যালবাম
সম্পাদক ও প্রকাশক : মবিনুল ইসলাম মবিন | সহযোগী সম্পাদক : আঞ্জুমানারা
পোস্ট অফিসপাড়া, যশোর, বাংলাদেশ।
ফোনঃ ০২৪৭৭৭৬২১৮০, ০২৪৭৭৭৬২১৮১, ০২৪৭৭৭৬২১৮৩ বিজ্ঞাপন : ০২৪৭৭৭৬২১৮৪, ই-মেইল : [email protected], [email protected]
কপিরাইট © গ্রামের কাগজ সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft