শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৪ আশ্বিন ১৪৩০
                
                
☗ হোম ➤ খেলাধুলা
মেসির নেতৃত্বে চীনে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা
ক্রীড়া ডেস্ক :
প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩, ৪:৫২ পিএম |
চীনের বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের নেতৃত্বে থাকবেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। আজ সোমবার চীনে অবস্থিত আর্জেন্টাইন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ১৫ জুন বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বর্তমান বিশ্বচাম্পিয়নরা।  
২০২২ বিশ্বকাপের শেষ ষোলোয় এই অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়েছিল লিওনেল স্কালোনির শিষ্যরা। ম্যাচে মেসি নিজে এক গোল করেছিলেন। দ্বিতীয় গোলটি করেছিলেন হুলিয়ান আলভারেস। অস্ট্রেলিয়ার একমাত্র গোলটি ছিল আত্মঘাতী। নিজেদের জালে বল পাঠিয়েছিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেস। বিশ্বকাপের পর এবার প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল।
মেসি সর্বশেষ ২০১৭ সালে চীনে খেলতে গিয়েছিলেন। আর সবমিলিয়ে সপ্তমবারের মতো দেশটিতে সফরে যাচ্ছেন ৩৫ বছর বয়সী পিএসজি ফরোয়ার্ড। রয়টার্স জানিয়েছে, সাতবারের ব্যালন ডি'অরজয়ীর এবারের সফর ঘিরে চীনে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহের যেন শেষ নেই। ম্যাচের টিকিটের জন্য রীতিমতো কাড়াকাড়ি পড়ে গেছে।  
এর আগে যতবার চীন সফরে গেছেন মেসি, ততবার তাকে মহাসমারোহে বরণ করে নিয়েছেন ভক্ত-সমর্থকরা। যদিও এর আগে বিশ্বচ্যাম্পিয়ন তো দূরের কথা, জাতীয় দলের জার্সিতে তার আহামরি কোনো সাফল্য ছিল না। তবে বার্সেলোনার জার্সিতে তার অর্জন নেহায়েত কম ছিল না। জনপ্রিয়তার দিক থেকেও ক্রিস্টিয়ানো রোনালদোর ছাড়া অন্য সব ফুটবলারদের চেয়ে অনেকটা এগিয়ে ছিলেন তিনি।  
২০০৫ সালে প্রথমবার চীন সফরে যান মেসি। সেসময় স্পেনের শীর্ষ ক্লাব বার্সেলোনার জার্সিতে খেলতেন তিনি। ২০১০ সালে দ্বিতীয়বারের সফরে স্প্যানিশ জায়ান্টরা চীনের শীর্ষ ক্লাব বেইজিং গুয়ানকে ৩-০ গোলে হারিয়েছিল। মেসি ততদিনে প্রতিষ্ঠিত ফুটবল তারকা। আর এবার তো যাচ্ছেন কাতারে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর আনন্দ সঙ্গী করে। ফলে চীনে স্বাভাবিকভাবেই মেসিকে নিয়ে উন্মাদনা ছড়িয়ে পড়েছে। দেশটির সামাজিক যোগাযোগের মাধ্যমে ম্যাচটি দেখার আকুতি প্রকাশ করছেন অনেকে।  


গ্রামের কাগজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


সর্বশেষ সংবাদ
নওগাঁয় নদী ভাঙনে ভয়াবহ বন্যা, পানিবন্দি হাজার হাজার মানুষ
চলে গেলেন বাংলাদেশের সাবেক কোচ জর্জ কোটান
দেশে ডেঙ্গু টিকার সফল গবেষণা
বাউফলে পবিত্র ঈদ-মিলাদুন্নবী পালিত
বাগমারায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে রাজশাহী জেলা প্রশাসক
শেখ হাসিনার জন্মদিনে বাউফলে ৭৭ জন হাফেজকে সম্মাননা
শেখ হাসিনা মানেই উন্নয়ন : রাবি উপাচার্য
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দাফনের ৫ দিন পর গৃহবধূকে জীবিত উদ্ধার
ভাতুড়িয়ায় দু’ভাইয়ের বিরুদ্ধে প্রায় কোটি টাকা আত্মসাতের মামলা
দারোগা আশীষ সাহার বিরুদ্ধে ৮০ লাখ টাকা অনৈতিক লেনদেনের অভিযোগে সংবাদ সম্মেলন
যশোরে ভয়ঙ্কর দুর্ঘটনার শঙ্কা
রেলস্টেশনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যবিপ্রবি শিক্ষার্থী জখম
অর্ধকোটি টাকা নিয়োগ বাণিজ্যের ভয়েসকল ফাঁস
মাসুদ হত্যা মামলার তিন আসামি রিমান্ডে
আমাদের পথচলা | কাগজ পরিবার | প্রতিনিধিদের তথ্য | অন-লাইন প্রতিনিধিদের তথ্য | স্মৃতির এ্যালবাম
সম্পাদক ও প্রকাশক : মবিনুল ইসলাম মবিন | সহযোগী সম্পাদক : আঞ্জুমানারা
পোস্ট অফিসপাড়া, যশোর, বাংলাদেশ।
ফোনঃ ০২৪৭৭৭৬২১৮০, ০২৪৭৭৭৬২১৮১, ০২৪৭৭৭৬২১৮৩ বিজ্ঞাপন : ০২৪৭৭৭৬২১৮৪, ই-মেইল : [email protected], [email protected]
কপিরাইট © গ্রামের কাগজ সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft