প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ১০:২৬ পিএম |

যশোর সদর উপজেলার জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শহিদুল ইসলাম মিন্টুর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সাড়ে তিন লাখ টাকা গাছ বিক্রি, ৩৪ শতক জমি ভোগ দখল, শহীদ মিনারের রাস্তা বন্ধ করে পজিশন বিক্রি এবং ইজারা দেয়ার নামে আদায়কৃত অর্থ আত্মসাতের অভিযোগে এই মামলা করা হয়েছে। ২৩ মে একই গ্রামের বাসিন্দা ওই স্কুলের সাবেক শিক্ষার্থী এবং বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু এ মামলা করেছেন। বিচারক অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ মামলাটি গ্রহণ করে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সিআইডি পুলিশ যশোর জোনকে আদেশ দিয়েছেন।
বাদীর অভিযোগ, মিন্টু সেখানে তিন বার সভাপতি হিসেবে রয়েছেন। প্রায় দুই মাস আগে ম্যানেজিং কমিটির মিটিং ছাড়া কোন প্রকার টেন্ডার বিজ্ঞপ্তি না দিয়ে তিনটি মেহগনি, একটি সেগুন ও ৫টি কাঁঠাল গাছ বিক্রি করে তিন লাখ ৫৫ হাজার টাকা আত্মসাৎ করেছেন সভাপতি মিন্টু। ৩৪ শতক স্কুলের জমি নিজের দখলে রেখেছেন। ওই বিভিন্ন লোকের কাছে ইজারা দিয়েও টাকা আত্মসাৎ করেছেন। স্কুলের শহীদ মিনারে যাওয়ার রাস্তা বন্ধ করে দোকান ঘর নির্মাণ করে তার পজিশন বিক্রি করেও টাকা আত্মসাৎ করেছেন। এই সকল বিষয় প্রধান শিক্ষক জুলফিকার আলীর কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো উত্তর দেননি।
এই বিষয়ে শহিদুল ইসলাম মিন্টুর দাবি আমি সভাপতি গাছ ও পজিশন বিক্রির অধিকার আমার আছে।
এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা বলা হলে বাদীকে খুন জখমের হুমকি দিয়েছেন।