প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ৬:০৬ পিএম |

নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এই বাজেট সভা অনুষ্ঠিত করা হয়।
কালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন পরিষদের সচিব শাহাজুল ইসলাম। তিনি ১ কোটি ৯১ লক্ষ ৩২ হাজার ২৬০ টাকা আয় এবং ১ কোটি ৮৯ লক্ষ ৮৬ হাজার ২৬০ টাকা ব্যয় ধরে এই বাজেট ঘোষনা করেন।
উন্মুক্ত বাজেট ঘোষনা শেষে পরিষদের সদস্য আব্দুল কাহার, রাণীনগর প্রেসক্লাবের সভাপতি ওহেদুল ইসলাম মিলন বক্তব্য রাখেন। এসময় পরিষদের পুরুষ ও নারী সদস্যবৃন্দ এবং হিসাব সহকারী ফারুক হোসেন ও পরিষদের উদ্যোক্তা রেজাউল ইসলাম, সাংবাদিকরা ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।