প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ৯:৩৩ পিএম |

যশোরের কেশবপুরে অভিভাবকদের নিয়ে শিক্ষা বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে সকালে উপজেলার সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোটারি গ্লোবাল গ্রান্টের অর্থায়নে ই-ক্লাব হেরিটেজ, নিউওয়ার্ক এবং রোটারি ক্লাব অব বনানীর সার্বিক সহযোগিতায় এ প্রকল্প বাস্তবায়ন করছে ভাব বাংলাদেশ।
সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি সামছুদ্দীন দফাদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন ভাব বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার আরিফুর রহমান ও আওয়ামী লীগ নেতা মশিয়ার দফাদার।
বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ, শিক্ষক খোরশেদ আলম, অভিভাবক ফাতেমা খাতুন প্রমুখ। অভিভাবকদের সঙ্গে সচেতনতামূলক সভার পাশাপাশি কেশবপুরের পাঁচটি স্কুলের শিক্ষার্থীদের গণিত, ইংরেজি ও কম্পিউটারের দক্ষতা মূল্যায়ন পরীক্ষা এবং বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্রণ, তাদের সন্তানরা কখন কোথায় যাচ্ছে, কি করছে, স্কুলে গিয়ে ছেলেমেয়েদের লেখাপড়ার খোঁজ নেওয়াসহ বিভিন্ন বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দেওয়া হয় অনুষ্ঠান থেকে।